শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর কোতয়ালি পুলিশ এক মিজানের পরিবর্তে আরেক মিজানকে আটক করেছে

নিজস্ব প্রতিবেদক: মামলার প্রকৃত আসামিকে না ধরে কোতয়ালি পুলিশ এক মিজানের পরিবর্তে আরেক মিজানকে ধরে এনে আদালতে চালান দিয়েছে। আটককৃত মিজান সদর উপজেলার সুজলপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। আটককৃত মিজানকে জি আর ৬৮/১৫ ও এসটিসি ৬৮/১৮ মামলায় চালান দেয়া হয়। প্রকৃত আসামি মিজানের সাথে আটককৃত মিজানের শুধু পিতার নাম ও বিশেষনের পার্থক্য রয়েছে। সোমবার ২০ জানুয়ারি রাতে কোতয়ালি থানার এ এস আই আল মিরাজ সুজলপুরের বাড়ি থেকে মিজানকে আটক করে। আটককৃত মিজানের নামে কোতয়ালি থানায় কোন মামলা নেই।

আটক মিজানের প্রতিবেশি নাজমুল হাসান বিপুল জানান, সুজলপুর গ্রামের মিজানের বাড়ির পাশে আমার বাড়ি। পুলিশ যে মিজানকে আটক করেছে এ মিজানের নামে থানায় কোন মামলা নেই। আর যে মিজানের নামে মামলা আছে ওই মিজানের পিতার নাম নুরুল ইসলাম হাওলাদার। এছাড়া মিজানের নামের সাথে পাগলা মিজান নামে বিশেষন রয়েছে। পুলিশ মামলার আসামি প্রকৃত মিজানকে না ধরে নির্দোষ মিজানকে ধরে এনেছে।

এব্যাপারে এ এস আই আল মিরাজ জানান, এলাকায় যেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে যাচাই বাছাই করে মামলার প্রকৃত আসামি মিজানকে সনাক্ত করা হবে। যদি আটককৃত মিজান নির্দোষ হয় তাহলে আদালতের বিচারকের সাথে কথা বলে প্রতিবেদন দিয়ে তাকে ছেড়ে দেয়া হবে। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়