শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:৫৯ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিক্রি বাড়াতে অফারের ছড়াছড়ি চলছে বাণিজ্য মেলায়, নিম্ন মানের পণ্য অফারের আড়ালে বিক্রির অভিযোগ ক্রেতাদের

লাইজুল ইসলাম : বিশাল মূল্য ছাড়, বিদেশ ভ্রমণ, নগদ ক্যাশ ব্যাকসহ পণ্য ক্রয়ে দেয়া হচ্ছে লোভনীয় অফার। বাণিজ্য মেলায় ঢুকলেই প্রায় প্রতিটি স্টলেই চোখে পড়বে মূল্য ছাড়, উপহার ও লোভনীয় অফার দেয়া নানা চটকদার বিজ্ঞাপন ও ব্যানার।

নিজেদের পণ্য ব্র্যান্ডিংয়ে বাণিজ্য মেলাকে একটি বড় প্ল্যাটফর্ম মনে করে দেশিয় বিভিন্ন ব্র্যান্ড। তাই বাজার ধরতে অনেক প্রতিষ্ঠান মেলায় নিয়ে আসে নতুন পণ্য। ক্রেতা আকর্ষণে দেয়া হয় মূল্য ছাড়সহ নানা অফার। তবে অফারে ছড়াছড়ি থাকলেও বিক্রি হচ্ছে না আগের মতো দাবি বিক্রেতাদের।

দেশিয় ব্র্যান্ডের ইলেকট্রনিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানান, সেলসের জন্য প্রত্যেকটা প্রোডাক্টেই ১০ থেকে ১২ শতাংশ ছাড় দেয়া হয়েছে। তারপরও বেচা-বিক্রি আশানুরুপ না বলে জানান তিনি। তবে আগামী ১০ দিন ভালো বিক্রি হবে বলে আশা করছেন এই কর্মকর্তারা।

ক্রেতাদের অভিযোগ, পণ্য ব্র্যান্ডিংয়ে বড় প্রতিষ্ঠানগুলো এমন ছাড় দিলেও নন ব্র্যান্ডের দোকানগুলো অফারের আড়ালে প্রতারণা করছে। একটি কিনলে ১০টি ফ্রি এমন অফারের আড়ালে অনেক প্রতিষ্ঠান নিম্নমানের পণ্য গছিয়ে দিচ্ছে।

কিছু স্টলে নির্দিষ্ট দামে সব পণ্য বিক্রির ঘোষণা দিয়ে বাজারদরের চেয়ে বেশি দামে বিক্রি করছে বলেও জানান ক্রেতারা। তবে বাজারের চাইতে কিছু পন্য কম দামেও পাওয়া যাচ্ছে বলে জানান ক্রেতারা। ভালো ব্রান্ডের প্রতিষ্ঠান পরিচিতি বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করেছে বলেও মনে করেন তারা।

স্টল কর্মকর্তারা বলছেন, বাইরের ছোট স্টলগুলোতে এমন কিছু ঘটনা ঘটছে। এতে গ্রাহকদের পাশাপাশি নামি ব্রান্ডের প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়