শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি দল মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, আজ তাদের ঘরেই রাজাকার, বললেন অ্যাডভোকেট আবদুস সালাম

শিমুল মাহমদ: সোমবার (২০ জানুয়ারি) বিকেলে ঢাকা বার আইনজীবী সমিতির মিলনায়তনে এক সভায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ এ কথা বলেন।

তিনি বলেন, আজকে একটি দল যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মূলত মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করছে। আজ তাদের ঘরেই রাজাকার। সুতরাং যাদের ঘরে রাজাকার তাদের মুখে মুক্তিযুদ্ধের কথা বলা লজ্জাকর।তাদের মুখে মুক্তিযুদ্ধের কথা বলা মানায় না।কেননা রাজাকার এবং মুক্তিযুদ্ধ একসাথে থাকতে পারেনা।

অ্যাডভোকেট সালাম বলেন, ১৯৭১’র এক ক্রান্তিকালে বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে দিশেহারা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতাও হতো না! বাংলাদেশের আকাশে লাল-সবুজের পতাকা উড়তো না।

বিএনপির সহ-সাংগঠনিক এ সম্পাদক বলেন, যুদ্ধের সময় তারা পালিয়েছিলো বলেই শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।তিনি একটি দিশেহারা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। নিজে দেশবাসীকে সাথে নিয়ে সশস্ত্র যুদ্ধ করে সম্মিলিতভাবে দেশকে স্বাধীন করেছিলেন। আজকে যারা জিয়াউর রহমানকে পাকিস্তানের অনুচর বলেন প্রকৃতপক্ষে তারাই হচ্ছে পাকিস্তানের অনুচর। তারাই তো যুদ্ধের মাঠে ছিলেন না।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরিফ উদ্দিন মোল্লা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইকবাল হোসেন, খোরশেদ মিয়া আলম, খোরশেদ আলম মিয়া, ঢাকা বারের সাবেক নেতা আজিজুর রহমান বাচ্চু, মোসলেহ উদ্দিন মিয়া ও আবু ইউসুফ সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়