শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০১:৪০ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকাকে সুন্দর নগরী উপহার দেয়ার প্রতিশ্রুতি দিলেন হাজী মিলন

শাহীন খন্দকার : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে লাঙ্গল প্রতিক জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, মানুষের প্রত্যাশা সেবা সংস্থাগুলোর কাজ দ্রুতগতিতে হোক, ভোগান্তি কম হোক। বড় দুটি দল (আওয়ামী লীগ ও বিএনপি) বার বার নির্বাচিত হলেও ঢাকাবাসীর উন্নতি হয়নি। আমি নির্বাচিত হলে সবার আগে সব সেবা সংস্থার মধ্যে সমন্বয়ের চেষ্টা করবো। সিটি করপোরেশনকে জবাবদিহিতার মধ্যে আনতে চাই, তেমনি ওয়াসাসহ সকল সেবা সংস্থাকেও জবাবদিহিতার মধ্যে আসতে হবে।

প্রচারণার দশম দিনে মিলন গণসংযোগ শুরু করেন সোমবার (২০ জানুয়ারি) নবাবগঞ্জ, বাটা মসজিদ, আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, বাংলামোটর, মগবাজার, মৌচাক, শাহজাহানপুর, কমলাপুর স্টেশন, মানিক নগর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, শনির আখড়া এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় অংশ নেয়ার সময় তিনি ভোটারের উদ্দেশ্যে বলেন, এসব কথা বলেন। তাই মানুষ পরিবর্তন চায়। জাতীয় পার্টিই পারে এ পরিবর্তন এনে দিতে।

তিনি বলেন, ঢাকাবাসী শান্তিতে বসবাস করতে চায়। এরশাদ শাসনামলে মানুষ শান্তিতে ছিল। ইসি যদি ভোটারদের ভোট দেয়ার পরিবেশ তৈরি করে দেন তাহলে নগরবাসী লাঙ্গলেই ভোট দেবে। লাঙ্গল শান্তির প্রতীক। গণসংযোগকালে হাজী মিলন বলেন, আমি ঢাকাবাসীর ব্যাপক সাড়া পাচ্ছি। ঢাকাবাসী আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি নগরবাসীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী উপহার দেব।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, মহানগর জাপা নেতা আকতার হোসেন আউয়াল, সাকিব উদ্দিন শিফান, কামাল হোসেন, সাবের হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রচারণায় নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে লাঙ্গল মার্কায় ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়