সিরাজুল ইসলাম : রোববার অন্ধপ্রদেশের উপকূল থেকে এটির পরীক্ষা চালানো হয়। ইয়ন
ক্ষেপণাস্ত্রটি ৩ হাজার ৫০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। কে-৪ ক্ষেপণাস্ত্রটি আরিহাত ডুবোজাহাজ থেকে ছোঁড়া হয়। এতে দেশটির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হলো।
কে-৪ ভারতের সবচেয়ে বেশি শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এটি শত্রুদের ভারতে আক্রমণ করতে নিরুৎসাহিত করবে।
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন (ডিআরডিও) ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। এ ধরণের অস্ত্র নিয়ে আরও গবেষণা চলছে।
এখন পারমানবিক পন্টুন আইএনএস আরিহাত পরিচালনা করে থাকে নৌবাহিনী।
কে-৪ দুইটি ডুবন্ত ক্ষেপণাস্ত্রের একটি। এটাকে আরও উন্নত করা হচ্ছে। অপরটির নাম বিও-৫ ক্ষেপণাস্ত্র; ৭০০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে।