শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৯:৫০ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি কুইজ সোসাইটির নতুন সভাপতি নওশের, সম্পাদক হাবিবুল্লাহ

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি : ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি (ডিইউকিউএস)।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নির্বাহি কমিটির ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির মডারেটর অধ্যাপক ড.এ কে এম ইফতেখারুল ইসলাম।

ড.এ কে এম ইফতেখারুল ইসলাম সংবাদ সম্মেলনে কুইজ সোসাইটির চলতি বছরের সভাপতি হিসেবে মো. নওশের আহমেদকে সভাপতি এবং হাবিবুল্লাহ সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন এবং ১৫ দিনের মধ্যে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকে কমিটি পূর্ণাঙ্গ করার আদেশ দেন।

সংবাদ সম্মেলনে কুইজ সোসাইটির মডারেটর ড. মাহবুব লিটু 'মুজিব বর্ষ' নিয়ে তাদের পরিকল্পনা প্রকাশ করেন। মুজিব বর্ষে তাদের পরিকল্পনার মধ্যে রয়েছে-কলা অনুষদের সহযোগিতায় বছরব্যাপী বঙ্গবন্ধু সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মুজিব বর্ষ উদযাপনে হৃদয়ের শেখ মুজিব শীর্ষক অলিম্পিয়াড আয়োজন করা; প্রতিটি হল ক্লাবের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনী ও অসমাপ্ত আত্মজীবনী বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা; জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের ইতিহাস' শীর্ষক সেমিনারের আয়োজন; ঢাকার শীর্ষ স্থানীয় কলেজ ও স্কুল গুলোতে বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের মধ্য মুক্তিযুদ্ধের ইতিহাস অসমাপ্ত আত্মজীবনী ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা; অনলাইনে বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা; হল ও বিভাগীয় ক্লাবগুলো নিয়ে বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ আয়োজন করা; স্বাধীনতা দিবস ও ৭ মার্চের ভাষণের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৫ সালের ৫ ই মে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির যাত্রা শুরু করে। জ্ঞান চর্চার মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে জ্ঞান ও বুদ্ধি ভিত্তিক সমাজ ও দেশ গঠনে অংশীদার হওয়ায় এ সংগঠনের লক্ষ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়