শিরোনাম
◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:৪০ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়ায় ইউএনও’র হস্তক্ষেপে আবারও বিদ্যালয়ে এলো হরিজন সম্প্রদায়ের সেই ছাত্র

স্বপন দেব : হরিজন সম্প্রদায়ের হওয়ায় মৌলভীবাজার জেলার কুলাউড়ায় এক স্কুল ছাত্রকে স্কুলে থেকে বিতাড়িত করা হয়। বিষয়টি জানাজানি হলে কুলাউড়া উপজেলার ইউএনও'র হস্তক্ষেপে আবারো সেই শিশু ছাত্রটিকে স্কুলে ফিরিয়ে আনতে বাধ্য হলেন স্কুল কর্তৃপক্ষ।

অগ্রদূত চাইল্ড কেয়ার হোমস্ নামের প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে পড়া শুরু করেছে বিরাট।

প্রধান শিক্ষক নিখিল বর্ধন বলেন, জানান, অন্য শিক্ষার্থীদের অভিভাবকদের তীব্র আপত্তির কারণে ছাত্রটিকে স্কুলে আসতে নিষেধ করা হয়েছিল। পরে আবার ওই শিক্ষার্থীকে ক্লাস করার অনুমতি দেয়া হয়। পরে প্রথম শ্রেণীর এই হরিজন শিক্ষার্থীটি ক্লাস করছে।

ওই শিক্ষার্থীর বাবা অভিযোগ করেন, গত ১৩ জানুয়ারি তার ছেলেকে তিনি ওই স্কুলে ভর্তি করান। পরে সেদিন রাতে স্কুলের প্রধান শিক্ষক তাকে ফোন করে জানায় যে, তারা হরিজন স¤প্রদায়ের হওয়ায় তার ছেলেকে স্কুলে ক্লাস করতে দেয়া সম্ভব হবেনা। তাকে অন্য কোনো স্কুলে ভর্তি করে দেয়া কথা বলেন। তিনি বলেন, আমাকে কর্তৃপক্ষ বলেন, অন্য বাচ্চাদের অভিভাবকরা নাকি আপত্তি করছেন।

কুলাউড়ার ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরীর বলেন, শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার, এ অধিকার থেকে কাউকে বঞ্চিত করা আইনের পরিপন্থি। সে যেই স¤প্রদায়ের শিক্ষার্থী হোক না কেন। আমি লিখিত অভিযোগ পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষকে আমার অফিসে এনে ওই ছাত্রকে ক্লাসে ফিরিয়ে আনতে কঠোর নির্দেশনা দিয়েছি। আশাকরি আমাদের সম্মিলিত প্রচেষ্ঠায় এধরনের সমস্যা অন্য কোন স্কুলে হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়