শিরোনাম

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৪:১৭ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির নির্বাচন নাকি বেগম জিয়ার মুক্তির আন্দোলন, প্রশ্ন তথ্য প্রতিমন্ত্রীর

সানজিদা আক্তার : তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মো. মুরাদ হাসান এমপি বলেছেন, বিএনপির নির্বাচনটি কি আসলে তাদের আন্দোলনের অংশ নাকি বেগম জিয়ার মুক্তির লক্ষ্য নাকি নির্বাচনে জয়লাভ করার লক্ষ্য?

রোববার রাতে সময় টেলিভিশনে ‘নগর নির্বাচন ও বিশেষ আলোচনা 'নগর নির্বাচন ও রাজনীতি’ শীর্ষক টকশোতে অংশ নিয়ে তিনি এসব প্রশ্ন তোলেন।

টকশোতে আরো অংশ নেন বিএনপির যুগ্ন-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও ডিবিসি নিউজের প্রধান সম্পাদক এম.মঞ্জুরুল ইসলাম।

এসময় তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, এতো গুলো লক্ষ্য নিয়ে যখন একটি দল এগিয়ে যায় তখন তার মূল লক্ষ্যটা স্থির থাকে কিনা এ প্রশ্নটা জনমনে ভীষণ ভাবে উদিত হয়েছে।

ঢাকার সিটি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ প্রসঙ্গে ডা. মুরাদ হাসান বলেন, সরকার এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনরকম বিঘ্ন সৃষ্টি করার মানসিকতার বহিঃপ্রকাশ করেনি। তার প্রমাণ ২০১৩ সালের সিটি নির্বাচন। এ নির্বাচনে একই সঙ্গে পাচঁটি সিটি নির্বাচন হয়েছে তাতে পাচঁটি সিটিতেই বিএনপি নির্বাচিত হয়েছে। সরকার অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চায় বলেই এটা সম্ভব হয়েছে।

নির্বাচনী প্রচারনায় পাল্টাপাল্টি অভিযোগের বিষয় নিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, রাজনীতির মাঠে ভোটের ময়দানে একে অপরের দোষারোপ এবং একে অপরের বিরুদ্ধে বলা এটা একটি চিরাচরিত সংস্কৃতি। সম্পাদকীয় : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়