শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলো ভারত

শিউলী আক্তার : ভারতের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে ছিলো অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত কাম ব্যাক করে সিরিজ সমতায় আনে স্বাগতিক ভারত। নিজেদের শেষ ম্যাচে সিরিজ জয়ের লড়াইয়ে মুখোমুখি হয় দুই দল। সফরকারীদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নেয় বিরাট কোহলিরা।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ইনিংসের শুরুতেই ডেভিড ওয়ার্নার ফিরে যান। বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক অ্যারন ফিঞ্চও। তৃতীয় উইকেটে ১২৭ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ ও মারনাস লাবুশ্চানে। ৫৪ রান করে ফেরেন লাবুশ্চানে।

তারপরে মিচেল স্টার্ককে নামানো হলেও সফল হতে পারেননি, রানের খাতা খোলার আগেই বিদায় নেন। পঞ্চম উইকেটে অ্যালেক্স ক্যারির সাথে ৫৮ রানের জুটি গড়ে ওঠে স্মিথের। কুলদ্বীপের শিকার হয়ে ক্যারি বিদায় নেন ৩৫ রান করে।

আগের দিন শতকের খুব কাছে যেয়েও থেমে যাওয়া স্মিথ, এদিন তিন অঙ্ক স্পর্শ করেন। মোহাম্মদ শামির শিকার হওয়ার আগে খেলেন ১৩১ রানের এক ঝলমলে ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৮৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে শামি নেন ৪টি উইকেট। জাদেজা শিকার করেন ২টি উইকেট।

জবাবে ভারতের উদ্বোধনী জুটি থেকে আসে ৬৯ রান। ১৯ রান করা লোকেশ রাহুলকে ফিরিয়ে প্রথম উইকেট শিকার করেন অ্যাস্টন অ্যাগার। তারপরই দ্বিতীয় উইকেটে দেয়াল হয়ে দাঁড়িয়ে যান রোহিত শর্মা ও বিরাট কোহলি। ১৩৭ রানের জুটি গড়েন তারা। শতক করে বিদায় নেন রোহিত (১২৮)। জয়ের ভিত গড়ে দিয়ে দলীয় ২৭৪ রানে বিদায় নেন কোহলি (৮৯)। মানিশ পাণ্ডেকে সাথে নিয়ে বাকি কাজটা সারেন শ্রেয়াশ আইয়ার। ৪৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।

১৫ বল হাতে রেখেই ভারতের ৭ উইকেটের জয় নিশ্চিত হওয়ার সাথে সাথে সিরিজের ট্রফিটাও ওঠে কোহলির হাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়