শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম আলো এবং তার সম্পাদককে হয়রানি করার যেকোনো চেষ্টার প্রতিবাদ জানাই

মুশফিক ওয়াদুদ : প্রথম আলোতে আমার কাজের অভিজ্ঞতা অল্প কয়েক মাস। আমেরিকাতে আসার আগ দিয়ে অল্প কিছুদিন কাজ করেছি। খুব কাছ থেকে পত্রিকাটিকে ভিতর থেকে দেখার সুযোগ হয়েছে। আমার চাকরি জীবনের অন্যতম একটি ভালো সময় এ ক’মাস। কোনোদিন প্রথম আলোতে কাজের সুযোগ না হলেও এই কথাগুলো আমি লিখতাম। বাংলাদেশের সব সাংবাদিকরা স্বীকার করবেন যে বাংলাদেশে সাংবাদিকতায় প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে প্রথম আলো এবং ডেইলি স্টার সবার আগে। শুধু প্রথম আলো এবং ডেইলি স্টার যে সুযোগ-সুবিধা দেয় তাদের কর্মীদের তা দেশের অন্যান্য ভালো প্রতিষ্ঠানগুলোর প্রায় কাছাকাছি। অনেক ক্ষেত্রে বেশি। অন্য কোনো সংবাদ মাধ্যমকে তার ধারেকাছে পাওয়া যাবে না। প্রথম আলো এবং ডেইলি স্টারের সংবাদকর্মীদের অর্থনৈতিক এবং সামাজিক একধরনের নিরাপত্তা আছে যা বাংলাদেশের অন্য অনেক সাংবাদিকদের নেই এবং এ ধরনের সুযোগ-সুবিধা অনেকটাই সাসটেইনেবল।

আমি এটাও মনে করি যে বাংলাদেশে পত্রিকাগুলোতে বা টিভি মাধ্যমে সাংবাদিকরা যে এখন ভালো বেতন পাচ্ছেন, সুযোগ-সুবিধা পাচ্ছেন তা মূলত প্রথম আলো, ডেইলি স্টারের কারণে বিশেষ করে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কারণে। মতি ভাই শুধু সাংবাদিকতাই করেননি, সাংবাদিকতাকে বাংলাদেশে একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি দিয়েছেন। ধৈর্য নিয়ে দীর্ঘ সময়ে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং অন্য অনেক সম্পাদকের মতো সাংবাদিকদের ঠকাননি। আমি মনে করে প্রথম আলোর এই অবদান ছাড়া সাংবাদিকরা এখন যে ভালো বেতন আর সুযোগ-সুবিধা পান সেটা সম্ভব হতো না। অনেকেই ক্যারিয়ার হিসেবে নিতেন না। আমার একটি হাইপোথিসিস আছে। প্রতিষ্ঠানের ক্যান্টিনের মানের উপর কর্মীদের প্রোডাকটিভিটি নির্ভর করে।

প্রথম আলো এবং ডেইলি স্টার এই দিক থেকেও এগিয়ে। ক্যান্টিনের মান অন্য সব প্রতিষ্ঠান থেকে ভালো। প্রথম আলোর ক্যান্টিনকে আমি এখনো মিস করি। অনেকের মতিউর রহমানের সঙ্গে রাজনৈতিক, সামাজিক বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকা খুবই স্বাভাবিক। আমারও আছে কিন্তু বাংলাদেশের সাংবাদিকতার জন্য তার অবদান কেউ অস্বীকার করতে পারবে না। প্রথম আলোর অঙ্গপ্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে অনাকাক্সিক্ষত একটি মৃত্যুর জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হওয়ার সংবাদটি দুঃখিত করেছে। আমার বিশ্বাস এটি উচ্চ আদালতে টিকবে না। প্রথম আলো এবং তার সম্পাদককে হয়রানি করার যেকোনো চেষ্টার প্রতিবাদ জানাই। সব সাংবাদিকদের প্রতিবাদ করা উচিত বলে মনে করি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়