শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিচ্ছু হবে না ওদের, আমিও পাকিস্তানে যাবো, একসাথে থাকবো-খাবো, বললেন পাপন

আক্তারুজ্জামান : ১২ বছর পর পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। যে সফর নিয়ে অনেক জল ঘোলা হয়েছিলো। কিন্তু সর্বশেষ তিন ধাপে পাকিস্তান যেতে রাজি হয়েছে বিসিবি। কিন্তু  বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে যাচ্ছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দলকে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করতেও মানা করেছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক। তবে তিনি আশ্বস্ত করেছেন, দলের সঙ্গে না হলেও ২৩ তারিখ পাকিস্তানে যাবেন তিনি।

রোববার গণমাধ্যমকে পাপন বলেন, 'আমার আবার ইমার্জেন্সি কালকে রাতে একটু বাইরে যেতে হচ্ছে। আবার আমি চলে আসব ২২ তারিখে। তাই আমি ওদের সাথে যেতে পারছি না। তো ওরা আবার ভাববে যে আমি আবার অন্য কোথাও চলে যাচ্ছি।তো আমি বলছি যে আমি ২৩ তারিখ ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করব। নিরাপত্তা নিয়ে চিন্তার কিছু নেই। টি-টোয়েন্টি চাপের খেলা। প্রতি সেকেন্ডে, প্রতি বলে খেলা ঘুরে যায়। তো এটাই ওদের বললাম যে ঠাণ্ডা মাথায় খেলবা। ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। আমি আসছি। একসাথে থাকব, একসাথে খাব। কোনো অসুবিধা নেই।'

বোর্ড সভাপতির পাশাপাশি বিসিবির অন্যান্য পরিচালকবৃন্দ ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা পাকিস্তান যাচ্ছেন। তবে তাদের মধ্যে অনেকেই আছেন যারা পাকিস্তান যেতে আগ্রহী নন। পাপন আরও বলেন, 'সভাপতি থাকবে, পরিচালকের আবার দরকার আছে নাকি (হাসি..)? থাকবে ইনশাআল্লাহ। থাকবে সবাই। আমি জিগ্যেস করলাম নান্নু যাচ্ছে? ওরা বলে নান্নু যাচ্ছে। এরপর জিগ্যেস করলাম আকরাম যাচ্ছে, পরে বলে যে মনে হয় যাচ্ছে।

তো আমি বললাম যে মনে হয় না। এখনই কনফার্ম করো আমাকে। কে কে যাচ্ছে। আমরা চাচ্ছি যে আমরা সবসময় যেভাবে ট্যুরে যাই ওভাবেই যাব।'

২৭ জানুয়ারি টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরে আসবে বাংলাদেশ দল। দ্বিতীয় দফায় পাকিস্তানে গিয়ে ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে তারা খেলবে প্রথম টেস্ট। আর তৃতীয় দফায় আগামী ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডের পর ৫ এপ্রিল সেখানেই দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়