শিরোনাম

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেকপ্রজাতন্ত্রে আগুনে ৮ প্রতিবন্ধী নিহত, আহত ৩০

সিরাজুল ইসলাম : রোববার ভোরে ভেজপটি শহরে একটি হোমে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সকরারি প্রচার মাধ্যম চেক টেলিভিশন এ খবর দিয়েছে। রয়টার্স

দেশটির উত্তরপশ্চিমে জার্মানি সীমান্তের কাছে ভোর ৫ টার আগে আগুন লাগে বলে দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। কয়েক ঘণ্টা পর আগুন নেভানো হয়। সেখানে মানসিক ও শারীরিক প্রতিবন্ধীরা থাকতেন।

দেশটির সংবাদপত্র দেনিক এন জানিয়েছে, একটা কক্ষে আগুন লাগে। ধোঁয়ায় ওই লোকগুলো হতাহত হন।

প্রধানমন্ত্রী অ্যানদ্রেস বেবিস ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে বলেন, পুলিশ ও দমকল বাহিনীর লোকজন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দেশটিতে বড় অগ্নিদুর্ঘটনা এটা দ্বিতীয়। ২০১০ সালে রাজধানী প্রাগের একটি পরিত্যক্ত ভবনে আগুনে ৯জনের মৃত্যু হয়। সেখানে ছিন্নমুল মানুষ থাকতেন। ১৯৯৫ সালে একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হন ৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়