শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাসেমিরোর জোড়া গোলে সেভিয়াকে হারিয়ে বার্সাকে টপকে শীর্ষে রিয়াল

শিউলী আক্তার : লা লিগায় সান্তিয়াগো বের্নাবেউয়ের মাঠে শনিবার রাতে সেভিয়াকে ১-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে চিরপ্রতিদ্বন্ধী বার্সেলোনাকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো জিনেদিন জিদানের দল। রিয়াল মাদ্রিদের হয়ে দুটি গোলেই করেন কাসেমিরো। তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।

প্রথমার্ধে দুদলের কেউ জালের দেখা পায়নি। লড়াই জমে ওঠে দ্বিতীয়ার্ধে। ৫৭তম মিনিটে শেষ হয় গোলের অপেক্ষা। লুকা ইয়োভিচের ব্যাকহিলে ডি-বক্সে বল পেয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন কাসেমিরো।

রিয়ালের এগিয়ে থাকার স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাত মিনিট পর বাঁ পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে জালে বল পাঠিয়ে সমতা টানেন ডি ইয়ং।

কাসেমিরোর নৈপুণ্যে ৬৯তম মিনিটে আবারো এগিয়ে যায় স্বাগতিকরা। ডান দিক থেকে লুকাস ভাসকেসের ক্রসে লাফিয়ে দারুণ হেডে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। পরে আর কোনো দলই ব্যবধান বাড়াতে পারেনি। ফলে ৩ পয়েন্ট পেয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

২০ ম্যাচে ১২ জয় ও সাত ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে।

১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে আতলেতিকো মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলা সেভিয়ার পয়েন্টও ৩৫।

  • সর্বশেষ
  • জনপ্রিয়