শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের আগে দিল্লীতে ২০ দিনে ৫ হাজার পদযাত্রা করবে বিজেপি

সালেহ্ বিপ্লব : আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লীতে বিধানসভা নির্বাচন। দলের এক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, মূলত দিল্লীতে ক্ষমতাসীন আম আদমি পার্টিকে সরাতে মরিয়া গেরুয়া শিবির। সেই লক্ষ্যপূরণে এই কর্মসূচি।

বিজেপি যে হিসেব দিয়েছে,  তা  পর্যালোচনা করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দিনে চারটি করে অর্থাৎ ৭০টি কেন্দ্রের জন্য প্রতিদিন ২৮০টি পদয়াত্রা করতেই হবে। বিজেপি সূত্র জানিয়েছে, প্রতিটি পদযাত্রায় সর্বোচ্চ দু'শো জন করে কর্মী সমর্থক রাখা হবে। ছোট পদযাত্রা করে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌছানো যায়, এটাই বিজেপির লক্ষ্য।

দলীয় সূত্রে আরও জানা গেছে, দিল্লীর বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে প্রচার কাজে কেন্দ্রের ২০০ নেতাকে ব্যবহার করা হবে। কেন্দ্রীয় মন্ত্রীরাও থাকবেন প্রচার কর্মসূচিতে। এরই মধ্যে ১০০ নেতার একটা তালিকা তৈরি হয়েছে, যারা তিন- চারটি ছোট পদযাত্রাকে নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অন্তত ১০টি পদযাত্রায় অংশ নেয়ার অনুরোধ জানিয়েছেন দলের নেতারা।

দিল্লীর বিধানসভায় মোট আসন ৭০টি। গত শুক্রবার বিজেপি প্রথম দফায় ৫৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। নিউ দিল্লিতে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি।, ওই আসনে আম আদমি পার্টির প্রার্থী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

২০১৫ সালের বিধানসভায় এই রাজ্যে মাত্র তিনটি আসন পেয়েছিলো বিজেপি। সেই ব্যর্থতা এবার ভুলতে চায় বিজেপি, সেই লক্ষ্যেই ব্যাপক প্রচার-প্রচারণার এই আয়োজন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়