শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তোমরা ‘এন্টারকোটিক’, ‘বেলগ্রেড’ হুজুরদের আইনস্টাইন ও নিউটন হিসেবে পাঠ করবা!

 

অনির্বাণ আরিফ

এন্টারকোটিক মহাদেশে বেলগ্রেড বাস করেন। সে বেলগ্রেড আইফোন বানিয়েছে কোরআন থেকে। নাসা গীতা পড়ে মহাকাশ অনুসন্ধানে গেছে। সে গীতা না পড়ে আমরা কীসব ফিজিক্স টিজিক্স পড়ছি। আচ্ছা ধর্ম কী এতোই ছোট হয়ে গেছে যে ধর্মকে টিকিয়ে রাখতে বিজ্ঞানের ভুলভাল ব্যাখ্যা দিতে হবে? নাকি ধর্ম প্রচার করতে গেলে গাঁজা খেতে হবে? তিনি তিনবারের অক্সফোর্ড পাস দেয়া হুজুর। তিনি দেশে-বিদেশে তাফসির করে বেড়ান। তার মুখে একজন বিল গেটস হয়ে গেলেন ‘বেলগ্রেড’। আবার নাকি সে বেলগ্রেড তাকে চুমিয়েছেন। তিনি একটি সরকারের মন্ত্রী। তিনি গীতা পাঠ করেন, করতে পারেন। কিন্তু গীতায় তিনি মহাকাশ খুঁজে পেলেন তাও ভালো। কিন্তু নাসার বিজ্ঞানীদের নিয়ে আজেবাজে কথা বলার রাইটস তার হয় কীভাবে?
অল্প জানা ভালো। কম জানা ভালো। অথবা পুরোপুরি জানা ভালো? কিন্তু অর্ধেক জানা ভয়ানক। বিষয়টি এখানেই শেষ করে দিতাম, কিন্তু পারছি না। কারণ সম্প্রতি আমাদের এক পরিচিত মডারেট বন্ধু আমাদের সঙ্গে তুমুল তর্ক করলো বেলগ্রেড মনোয়ার, আইফোন ইব্রাহিম এবং এন্টারকোটিক বিজ্ঞানীদের পক্ষ নিয়ে। শুনে ধাক্কা খাবেন যে আমাদের বন্ধুটি ইউনিভার্সিটি পাস দেয়া স্কলার। অবশেষে বন্ধুটিকে বললাম, তোমরা যারা ধর্মে বিজ্ঞান পাও তারা আপাতত কোনো বিজ্ঞানের বই না পড়লেই ভালো করবা। আর অবশ্যই তোমরা এন্টারকোটিক, বেলগ্রেড হুজুরদের আইনস্টাইন, নিউটন হিসেবে পাঠ করবা। তোমাদের হাত ধরে বাংলাদেশে বিজ্ঞান চর্চায় নাসাকেও ছাড়িয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়