শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএ নির্বাহীর সঙ্গে ক্রিকেটীয় উন্নয়নের তিন বছরের প্রজেক্ট নিয়ে আলোচনা করেছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : বিপিএলের ফাইনাল ম্যাচ দেখতে ঢাকায় এসেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস। ম্যাচটি দেখার পর দ্বিপাক্ষিক কিছু বিষয় আলোচনা করার জন্যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বসেছিলেন। ইতোমধ্যে বিসিবিও সঙ্গে বৈঠকও সেরে নিয়েছেন তিনি। দ্বিপাক্ষিক কোনো

বৈঠক শেষে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচের সময় আমরা কেভিন রবার্টসকে আমন্ত্রণ জানিয়েছিলাম।

কিন্তু ওই সময় তিনি ব্যস্ত থাকবেন। তাই বিপিএলের ফাইনাল দেখতে আমরা তাঁকে আমন্ত্রণ জানাই। তিনি বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।'

চলতি বছরের জুন-জুলাইতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। বিসিবির প্রধান নির্বাহীর কথা অনুযায়ী, সেই সিরিজ নিয়ে রবার্টসের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি।

কেননা সেই সিরিজটি আইসিসির ফিউচার ট্যুর পোগ্রামের (এফটিপি) একটি অংশ। বরঞ্চ অন্য একটি বিষয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে। সিএ'র ক্রিকেট উন্নয়ন বিষয়ে তিন বছরের একটি প্রজেক্ট চলমান, যেখানে সম্প্রতি বাংলাদেশও একাত্মতা প্রকাশ করেছে।

নিজামউদ্দিন আরও বলেন, 'আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করেছি যে চলমান প্রজেক্টে কীভাবে আমরা তাদের সাহায্য আরও বেশি পেতে পারি।'

এফটিপি অনুযায়ী ২০১৮ সালে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর করার কথা ছিল। কিন্তু বেশ কিছু কারণে সেই সফরটি বাতিল করেছে সিএ। সেই বিষয়ে রবার্টসের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন নিজামউদ্দিন। সূত্র : ক্রিকফ্রেঞ্জি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়