শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্যানারি সরালেও দূষণ থেকে মুক্তি মেলেনি ও উন্নয়নের ছোঁয়া লাগেনি হাজারীবাগ এলাকায়

লাইজুল ইসলাম: প্রায় দুই বছর আগে হাজারিবাগ এলাকা থেকে সরিয়ে ট্যানারি নেয়া হয় সাভারের হেমায়েতপুরে। কিন্তু পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় এখনো দূষণের হাত থেকে মুক্তি মেলেনি সংশ্লীষ্ট এলাকার বাসিন্দাদের।

অস্বাস্থকর পরিবেশ, মাদক, যানজট ও বর্ষায় জলাবদ্ধতা যেনো চারিদিক থেকে ঘিরে ধরেছে হাজারীবাগ এলাকার বাসিন্দাদের। অভিজাত এলাকা ধানমন্ডি ঘেষা হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ যেন অনেকটাই প্রদীপের নীচে অন্ধকার।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রায় দুবছর আগে ট্যানারির সরানো হলেও দূষণ এখনো কমেনি। খালগুলোতে ময়লা ও আবর্জনা এখনো পরে আছে। সরানো হয়নি। দুর্গন্ধ আর মশায় নাজেহাল দশা এই এলাকার বাসিন্দাদের। দুই তিন দিন পরর ময়লা পরিস্কার করা হয়। তবে সেগুলো শুধুই উপরের। কিন্তু খালের মধ্যে যে ময়লা পরে আছে সেটির কারো খেয়াল নেই বলে অভিযোগ তাদের।

অভিযোগ করেন, ২২ নম্বর ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা একটি খাল। এটি অপরিস্কার ও পাশে মাদকের আড্ডা। মশা ময়লা দুগন্ধতো আছেই।

স্থপতি ইকবাল হাবিব এ বিষয়ে বলেন, ট্যানারি সরানোর পর খাল ও জলাধারগুলো পরিস্কার করে একটি পরিকল্পিত শহর গড়ে তোলার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব রাখা হয়েছিলো। কিন্তু তা করা হয়নি।

ইকবাল হাবিব আরও জানান, এখন যারা সিটি করপোরেশন ইলেকশনে মেয়র ও কাউন্সিলর প্রার্থি আছেন তাদের কাছ থেকেও এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো আশ্বাস বা ইসতেহার পাওয়া যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়