শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনজুরিতে জামাল ভূঁইয়া, ডু অর ডাই ম্যাচের আগে চিন্তিত বাংলাদেশ

আক্তারুজ্জামান : আগের পাঁচবারের শঙ্কা এবারও উঁকি দিচ্ছে বাংলাদেশ শিবিরে। ঘরের মাঠে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেও কোনো সাফল্য পাচ্ছে না বাংলাদেশ ফুটবল দল। এবার গ্রুপপর্ব পেরোনোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেননা নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে হেরে ব্যাকফুটে আছে স্বাগতিকরা। নিজেদের শেষ ম্যাচে রোববার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে লাল-সবুজের সেনারা। এর আগে চিন্তা দেখা দিয়েছে বাংলাদেশ শিবিরে। কেননা সেনাপতি জামাল ভূঁইয়া আছেন ইনজুরিতে।

সেমিফাইনালে খেলতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছাড়া অন্য কোনো পথ আর খোলাই নেই দুই দলের জন্যই। এমনিতেই প্রচন্ড চাপের ম্যাচ। তার সাথে বাড়তি দুঃসংবাদ হিসেবে এলো জামাল ভুঁইয়ার ইনজুরির খবর। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে অনিশ্চিত হয়ে যেতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে তার মাঠে নামাটা।

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ চলাকালীন বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান লাল সবুজের দলপতি। শুরুতে সাধারন চোট মনে করা হলেও শুক্রবার করেতে পারেননি অনুশীলন। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে শনিবারও। মাঠের বাহিরে বসে দেখছেন সতীর্থদের অনুশীলন।

তবে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে জামালের মাঠে নামার ব্যাপারে বেশ আশাবাদী টাইগার কোচ জেমি ডে। আশাবাদী খোদ জামাল ভুঁইয়াও। তিনি মনে করেন খেলার জন্য বেশ ফিট রয়েছেন তিনি।ফিলিস্তিনের সাথে ম্যাচের সময় ব্যাথা পেয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক। তখন থেকেই ব্যাথা অনুভব করছিলেন। ঝুঁকি নিতে চাননি বলে শুক্রবার অনুশীলন করেননি। সেই সাথে নিজেকে ৭০ শতাংশ ফিট হিসেবে দাবী করেন লাল সবুজের দলপতি।

এদিকে কোচিং স্টাফদের পক্ষ থেকে জানানো হয়েছে জামালের মাঠে নামাটা নিশ্চিত হতে রবিবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটা ফিটনেস টেস্ট হবে জামালের। সেটিতে উতরে গেলেই খেলতে পারবেন বাঁচা মরার ম্যাচটিতে।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৫ টায় শুরু হবে ম্যাচটি। শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুদলই ফিলিস্তিনের কাছে সমান ব্যবধানে হারায় একই স্থানে অবস্থান করছে। ম্যাচের নির্ধারিত সময়ে ফলাফল নিষ্পত্তি না হলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়