শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৮:০৬ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জম্মু ও কাশ্মীরের উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে হবে, বললেন নরেন্দ্র মোদি

আপেল মাহমুদ: জম্মু ও কাশ্মীরের ঘরে ঘরে উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে হবে বিশেষ করে গ্রামীণ অঞ্চলে আরও বেশি প্রচার করতে হবে মন্ত্রীদের ডেকে এই নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৭ দিনে ৩৬ জন মন্ত্রী জম্মু ও কাশ্মীর সফরে যাবেন, মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন উন্নয়নের স্বপ্ন। এনডিটিভি

গত আগষ্ট মাসে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে সেখানকার বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেছে মোদি সরকার। রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবেও ঘোষণা করা হয় কেন্দ্রের তরফ থেকে। এই পদক্ষেপের প্রায় পাঁচ মাস পর এবার এই অঞ্চলের উন্নয়নের পরিকল্পনা সেখানকার মানুষের কাছে পৌঁছে দিতেই এমন পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী।

সবসময়েই পরিকল্পনা করে এগোতে পছন্দ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু ও কাশ্মীরে কেন্দ্রের হয়ে প্রচার কর্মসূচি শুরুর আগে তাই ছক করেই এগোচ্ছেন তিনি।

সেই লক্ষ্যেই শুক্রবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে মন্ত্রীদের তৃণমূল স্তরে পৌঁছে গিয়ে বিভিন্ন কেন্দ্রীয় পরিকল্পনা কাশ্মীরের স্থানীয় মানুষের কাছে পৌছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন মোদি। মোদির পরিকল্পনার অংশ হিসেবে মন্ত্রীরা গ্রামাঞ্চল পরিদর্শন করবে এবং সেখানকার স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নিবে। সম্পাদনা: রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়