শিরোনাম
◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৩:২১ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সঙ্গে হার এড়াতেই অভিজ্ঞদের দলে নিয়েছে পাকিস্তান, বললেন রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। এই দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্ম হাফিজ। আর বাদ পড়েছেন তরুণ ক্রিকেটাররা। তরুণদের বাদ দিয়ে দল ঘোষণা করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উপর চটেছেন দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজা। সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে পরাজয় এড়াতে এমন ভাবে দল সাজিয়েছে পিসিবি।

তার মতে, বাংলাদেশকে ভয় করার কারণে ভবিষ্যতের দিকে না তাকিয়ে এই বুড়োদের দলে নেয়া হয়েছে। নিজের ইউটিব চ্যানেলে রমিজ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ সিরিজে পাকিস্তানের টি-টোয়েন্টি দলটা দেখার পর থেকেই মেজাজ খুব খারাপ। ভবিষ্যতে তাকিয়ে দল নির্বাচন করা হয়নি। নির্বাচকেরা বুঝিয়ে দিয়েছেন তারা আর হার দেখতে চান না। এ কারণে তারা শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে দলে ফিরিয়েছেন, যারা নিজের সেরা সময়টা ফেলে এসেছে। হারের ভয়ে দূরদর্শী ভাবনা বাদ দিয়ে স্বার্থপরের মতো চিন্তা করলে পাকিস্তান ক্রিকেট কত দূর যেতে পারবে।’

পাকিস্তানের সাম্প্রতিক পারফর্মেন্স সুবিধার নয়। গত বছর ১০ ম্যাচ খেলে ৮টিতেই হেরেছে তারা। বিষয়টি মনে করিয়ে দিয়ে রমিজ বলেন, ‘নির্বাচকদের যুক্তি, ৩৮ বছর বয়সী দুই ক্রিকেটার অভিজ্ঞতা থেকে ম্যাচ জেতাবেন। তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন সিরিজে তরুণদের বদলে তাদের সুযোগ দেয়া উচিত ছিলো। বাংলাদেশের বিপক্ষে তারা হারের ভয় করছে বলেই নিরাপদ পথ বেছে নিয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়