শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ১২:৪০ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরের শিশুদের মৌলবাদ শিক্ষা দেয়া হচ্ছে, বললেন ভারতের সামরিক বাহিনীর প্রধান

ইয়াসিন আরফাত : দিল্লিতে এক সরকারি অনুষ্ঠানে জেনারেল বিপিন রাওয়াত বললেন,  ১০-১২ বছরের বাচ্চাদের এমন শিক্ষা দেয়া হচ্ছে। ওই সমস্ত বাচ্চাদের চিহ্নিত করে তাদের ফের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, বিতর্কিত পেলেট গানের পক্ষেও যুক্তি সাজিয়েছেন রাওয়াত। ইন্ডিয়ান এক্সপ্রেস

রাওয়াত বলেন, কাশ্মীরের সবচেয়ে বড় সমস্যা, সেখানে স্কুলে, কলেজে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে মৌলবাদের শিক্ষা দেয়া হয়। ছোট ছোট বাচ্চারা মৌলবাদী হয়ে যাচ্ছে। তার মতে, এই সমস্ত বাচ্চারাই পাথর ছোড়ার মতো গর্হিত অপরাধের সঙ্গে জড়িত। ফলে পেলেট গান ব্যবহার করতেই হয়। তবে পেলেট গান পা লক্ষ্য করে চালানো হয়। এতে কোনও অন্যায় নেই।

জেনারেল রাওয়াতের এই মন্তব্য ঘিরে ভারত জুড়ে বিতর্কের ঝড় উঠেছে। রাজনৈতিক নেতা থেকে শুরু করে নাগরিক সমাজ, অনেকেই এর বিরোধিতা করে বলেছেন, সেনাবাহিনীর প্রধানের মুখে এ ধরনের মন্তব্য মানানসই নয়। এ ধরনের বিষয় নিয়ে তার আদৌ কথা বলার এক্তিয়ার আছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন, এ ভাবেই ক্রমশ হীরক রাজার দেশে পরিণত হচ্ছে ভারত। সত্যজিৎ রায়ের ছবি হীরক রাজার দেশে মগজ ধোলাইয়ের কথা বলা হয়েছিলো। যন্তরমন্তর ঘরে নিয়ে গিয়ে কৃষক, শ্রমিক, ছাত্রদের রাজার বাণী শেখানো হতো। কাশ্মীরে যে ক্যাম্পের কথা রাওয়াত বলেছেন, সেটা কি আসলে তেমনই কোনও ব্যাপার কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে। সম্পাদনা : মাজহারুল ইসলাম

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়