শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপিকে ভোট দেয়ার কোনো কারণ নেই, বললেন আব্দুর রহমান

সমীরণ রায়: শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্য়ালয়ে ছাত্রলীগের ‘লিডারশীপ ওরিয়েন্টেশন’ কার্যক্রমে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরা পুরোনো কথাই নতুন করে বলে। তবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গত ১০ বছরে দেশের মানুষকে যে অভাবনীয় উন্নয়ণ উপহার দিয়েছে তাতে বিএনপিকে কোনো অর্থেই ভোট দেবে না। সুতরাং মানুষ যদি তাদেরকে ভোট না দেয় তাহলে তারা কিভাবে বিজয়ী হবে আমার জানা নেই।

তিনি বলেন, দেশের মানুষ এই উন্নয়কের যে চিত্র এবং উন্নয়নের যে সুফল তারা ভোগ করছে, সেই কারনে আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যার মনোনীত প্রার্থীকেই তারা ভোট দেবে। এবং নৌকা মার্কাকেই বিজয়ী করবে।

আব্দুর রহমান বলেন, বিএনপির অভিযোগের কোনো ভিত্তি নেই। এটা নেহাতই রাজনৈতিকভাবে ঘোলা পারিতে মাছ শিকারের একটা অপচেষ্টা মাত্র। নির্বাচনের এ পর্যন্ত ঢাকা সিটির কোথাও কোনো জায়গায় এমন কোনো ঘটনা ঘটেনি, যাতে নালিশ কিংবা অভিযোগ জানানোর মতো কারন সৃষ্টি হয়েছে। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের পক্ষ থেকেও উল্লেকযোগ্যভাবে প্রমান নেই। তাই অভিযোগ আমলে নেয়ার কারন নেই।

তিনি বলেন, পুজার দিনে নির্বাচন নিয়ে একটা বিব্রতকর অবস্থা। আজকে ছাত্ররা নির্বাচন পেছানোর দাবি করছে, তাদের সঙ্গেও সহমত পোষন করি। বিষয়টিকে যদি এড়িয়ে যাওয়া যেতো, তাহলে আমরা সবাই মুক্তি পেতাম। তারপরও ছাত্র বন্ধুরা যৌক্তিকভাবেই আদালতের শরনাপন্ন হয়েছে। শুনেছি তারা উচ্চতর আদালতে গেছে। সুতরাং আদালতের রায় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়