শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেব্রুয়ারিতে মুক্তি পাবে সুবর্ণা-সব্যসাচী জুটির ‘গণ্ডি’

আবু সুফিয়ান রতন : কোনো রকম আপত্তি ছাড়াই মুক্তির অনুমতি পেল ফাখরুল আরেফীন খান পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘গণ্ডি’।

চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য এবং প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু নিশ্চিত করে জানান, বুধবার ‘গণ্ডি’র আনকাট সেন্সর প্রদান করা হয়।

পরদিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গণ্ডি’র আনকাট প্রসঙ্গে ‘ভুবন মাঝি’ খ্যাত ফাখরুল আরেফীন খান বলেন, সেন্সর বোর্ড সদস্যরা গণ্ডি দেখার পর বেশ প্রশংসা করেছেন এবং আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছেন। বুধবার বিকেলে সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। তাই মুক্তিতে আর কোনো বাঁধা থাকলো না। আসছে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ছবিটি মুক্তি পাবে।

গণ্ডি’র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। আরও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জিসহ আরও অনেকে।

অবসরে থাকা দুজন নারী পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কীভাবে নেয়, এটাই উঠে এসেছে গণ্ডিতে। রোমান্টিক কমেডি ঘরানার এই ছবিতে মোট তিনটি গান রয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর ও দ্বীপ। গড়াই ফিল্মস প্রযোজিত এই ছবির আবহ সংগীত করছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব দেবজ্যোতি মিশ্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়