শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এম এ হালিম,সাভার : সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানায় ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সকালে বহিরাগত চার যুবককে প্রধান আসামি করে অজ্ঞাত পরিচয় ৬০-৭০ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন ক্ষতিগ্রস্ত রাকেফ এ্যাপারেলস কারখানার উপ-মহা ব্যবস্থাপক শাকিল মাহমুদ।

এরই মধ্যে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বহিরাগত চার যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- ঠাকুরগাঁওয়ের রাসেল (১৮), লালমনিরহাটের ইয়াছিন(২১), ফরিদপুরের সিয়াম (১৬) ও সৈয়দপুরের মিলন (২২)।

মামলার বাদি রাকেফ এ্যাপারেলস কারখানার উপ-মহাব্যবস্থাপক শাকিল মাহমুদ বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলন করে কাখানায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটনায়। এতে আমাদের কারখানার মূল ফটক,ভিতরের বিভিন্ন অফিসের গ্লাস, আসবাবপত্র, কম্পিউটার ও মেশিনারীজসহ প্রায় তিন কোটি টাকা মূল্যের মালামাল লুটপাট করে নিয়ে যায়।

এ ঘটনায় কারখানার মালিক-শ্রমিকসহ সকলের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তিনি আরও বলেন, আমাদের কারখানার প্রায় তিন হাজার শ্রমিকের এক মাসের বেতন দেয়ার কথা ছিলো বৃহস্পতিবার। কিন্তু ব্যাংকের জটিলতার কারনে আমরা বেতন দিতে না পারায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে বহিরাগত লোকজন শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে কারখানায় ভাংচুর ওলুটপাটের ঘটনা ঘটায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই)এনামুল হক বলেন, পোশাক কারখানায় ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ভাংচুরের সময় আটক চার বহিরাগত যুবককে মামলায় প্রধান আসামি করা হয়েছে। এঘটনায় কারখানাটির সিসিটিভি ফুটেজ দেখে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, সাভারের তেঁতুলঝোড়া এলাকায় অবস্থিত রাকেফ এ্যাপারেলস কারখানার প্রায় তিন হাজার শ্রমিক বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানার ভিতরে বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে রাত ৭টার দিকে তারা হেমায়েতপুর-সিংগাইর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। এসময় তারা বেশকিছু যানবাহনসহ কারখানার ভিতরে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় দুর্বৃওরা ওই কারখানা থেকে ল্যাপটপ, কম্পিউটার ও প্রস্তুত করা প্যান্টসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়।সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়