শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪০ বছরের মধ্যে জাপানে আত্মহত্যার হার সবচেয়ে কম ছিলো ২০১৯ সালে

সিরাজুল ইসলাম : শুক্রবার প্রকাশিত পুলিশের উপাত্তে বলা হয়েছে, গত বছর আগের বছরের তুলনায় ৮৮১ জন কম আত্মহত্যা করেছেন। রয়টার্স

১৫ বছরে আত্মহত্যা কমেছে ৪০ শতাংশ। ১৯৭৮ সাল থেকে আত্মহত্যার হিসাব রাখা হয়। গত বছর আত্মহত্যা করেছেন প্রায় ২০ হাজার মানুষ। তাদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৯৩৭ জন এবং নারী ৬ হাজার ২২ জন। তবে আত্মহত্যা কমে আসার বিশেষ কোনও কারণ উল্লেখ করেনি পুলিশ।

২০০৩ সালে সব চেয়ে বেশি আত্মহত্যা করেন ৩৪ হাজার ৪২৭ জন। বিষয়টি ভাবিয়ে তোলে নীতি নির্ধারকদের। দেশীয় নীতি এবং বিদেশ সম্পর্কিত হতাশার ফলে তারা আত্মহত্যা করে বলে ধারণা করা হয়।

জাপানিদের আত্মহত্যার দীর্ঘ ইতিহাস রয়েছে। লজ্জা ও অভিমান থেকে তারা সব চেয়ে বেশি আত্মহত্যা করে থাকে। এর বাইরে রয়েছে হতাশা ও আর্থিক সঙ্কট।

আত্মহত্যার লাগাম টেনে ধরতে ২০০৭ সালে নানা পদক্ষেপ নেয় সরকার। এর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আত্মহত্যা প্রতিরোধ কর্মসূচি অন্যতম। অনেকে কাজের চাপেও আত্মহত্যা করেন। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা যায়। এ কারণে ছুটি পাওয়া সহজ হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের সহায়তাও পাওয়া যাচ্ছে। সরকার বছরে প্রতি কোম্পানির ৫০ জনের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে। এসবই আত্মহত্যা কমার কারণ বলে মনে করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়