শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইন প্রচার নীতিমালা তৈরি করা হচ্ছে, জানালেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী

মিনহাজুল আবেদীন : বিবিসি বাংলাকে তিনি আরও বলেন, অনলাইনে যে প্রচার করা হয়, সেই প্রচার মাধ্যমটা যাতে নীতিমালাকে মেনে নিয়মতান্ত্রিকভাবে করা হয়। অর্থাৎ ফেসবুক বা ইউটিউব যে কোনও প্রচার, সেটা সত্য হোক বা মিথ্যা হোক সেগুলিকে একটা নিয়ম এবং নীতিমার মধ্য নিয়ে আসার জন্যই তথ্য মন্ত্রনালয় থেকে এই প্রচার নীতিমালা তৈরি করা হচ্ছে।

পলক বলেন, স্বল্প পুঁজির ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কম খরচে ফেসবুক মাধ্যম ব্যবসার জন্য অনেক বড় একটি সুযোগ করে দিলেও তা এখন সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনলাইন থেকে পণ্য কিনে বেশির ভাগ মানুষই এখন প্রতারণার শিকার হচ্ছে।

অনেকেই এখন ফেসবুকে পেইজ খুলে নানা পণ্যর ব্যবস্যা শুরু করেছে, এদের একটি বড় অংশই পোষাক, গহনা, দৈন্দিন জিনিস, খাবার এবং প্রসাধনী সামগ্রী বিক্রি করছে, তবে এদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বেশির ক্ষেত্রেই এরা মানুষের সঙ্গে প্রতারণা করছে, ন্যায্য মূল্য পরিশোধ করলেও তারা সঠিক পণ্য দিচ্ছে না।

ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার শাহা বলেন, যে কোনও ভাবে যদি কেউ প্রতারিত হয়, সে যদি মনে করে আমার অধিকার ক্ষুর্ণ হয়েছে, তাহলে সে আবেদন করতে পারবে। তবে সঠিক প্রমাণ দেখাতে পারলে, ভোক্তা অধিকার আইন অবশ্যই তার বিষয়টা দেখবে। সম্পাদনাঃ সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়