শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৪:৩৩ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার থেকে একদিনে এলো ১ হাজার ২১ মেট্রিকটন পেঁয়াজ

ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি : মিয়ানমার থেকে স্থানীয় ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার একদিনে ১২ জন ব্যবসায়ীর কাছে ১৭ টি ট্রলারে করে ১ হাজার ২১ দশমিক ৩৭১ মেট্রিকটন পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে এসেছে।

চলতি জানুয়ারি মাসে ১৪ দফায় মিয়ানমার থেকে নৌপথে ৭ হাজার ২২৫ দশমিক ৯৮১ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আফসার উদ্দিন।

তিনি বলেন,গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এরপর ৩০ সেপ্টেম্বর মিয়ানমার থেকে প্রথম চালানে ৬৫০ টন পেঁয়াজ আসে। এরপর থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মিয়ানমার থেকে ৬৭ হাজার ৯৩৪ দশমিক ০৬ টন পেঁয়াজ আমদানি করা হয়।

তিনি আরো বলেন, তবে দেশের স্বার্থে সংকট মোকাবিলায় পেঁয়াজ আমদানি বাড়াতে আরও বেশি উৎসাহিত করা হচ্ছে।

এ প্রসঙ্গে স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, মিয়ানমার থেকে বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত ৭৮ টি পেঁয়াজ ভর্তি ট্রাক দেশের বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে স্থলবন্দর ছেড়ে গেছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়