শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৯:৩৭ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়া-মোশতাকের বিচারে সংসদে বিল পাসের দাবি

আমাদের সময় : খন্দকার মোশতাক ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর মূল হত্যাকারী, মাস্টারমাইন আখ্যায়িত করে তাদের মরণোত্তর বিচার করতে সংসদে বিল পাসের দাবি জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। গতকাল বৃহস্পতিবার রাতে একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।

ডা. মুরাদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, যুদ্ধাপরাধী-রাজাকারদের বিচার করেছেন। বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। পলাতক আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করুন। আর বঙ্গবন্ধুর মূল খুনি, যারা মাস্টারমাইন, ওই মোশতাক আর জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের জন্য সংসদে বিল পাস করার জন্য অনুরোধ করছি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, কপালের কলঙ্কের দাগ মুছে ফেলতে চাই, আমাদের কলঙ্কমুক্ত করুন। খুনি জিয়ার মুখোশ খুলে দিন। বঙ্গবন্ধুর খুনির ইতিহাস এ প্রজন্ম জানুক, ভবিষ্যতের বাংলাদেশ জানুক, আমার সন্তানরা জানুক, এই দায়মুক্ত হতে চাই।

ডা. মুরাদ হাসান বলেন, জাতির পিতাকে নিয়ে কোনো তর্ক করার অবকাশ নেই। কোনো পুলিশ, মেজর জেনারেলের বাঁশির হুইসেলে দেশ স্বাধীনতা অর্জন করেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। শহীদ জিয়াউর রহমান নামে যার কথা বলা হয়, উনি কার নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছেন? শহীদ জিয়াউর রহমানকে ১৯৭১ সালে বিএনপির নেতাকর্মীরা চিনতেন কিনা?

  • সর্বশেষ
  • জনপ্রিয়