শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৯:৩৭ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়া-মোশতাকের বিচারে সংসদে বিল পাসের দাবি

আমাদের সময় : খন্দকার মোশতাক ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর মূল হত্যাকারী, মাস্টারমাইন আখ্যায়িত করে তাদের মরণোত্তর বিচার করতে সংসদে বিল পাসের দাবি জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। গতকাল বৃহস্পতিবার রাতে একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।

ডা. মুরাদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, যুদ্ধাপরাধী-রাজাকারদের বিচার করেছেন। বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। পলাতক আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করুন। আর বঙ্গবন্ধুর মূল খুনি, যারা মাস্টারমাইন, ওই মোশতাক আর জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের জন্য সংসদে বিল পাস করার জন্য অনুরোধ করছি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, কপালের কলঙ্কের দাগ মুছে ফেলতে চাই, আমাদের কলঙ্কমুক্ত করুন। খুনি জিয়ার মুখোশ খুলে দিন। বঙ্গবন্ধুর খুনির ইতিহাস এ প্রজন্ম জানুক, ভবিষ্যতের বাংলাদেশ জানুক, আমার সন্তানরা জানুক, এই দায়মুক্ত হতে চাই।

ডা. মুরাদ হাসান বলেন, জাতির পিতাকে নিয়ে কোনো তর্ক করার অবকাশ নেই। কোনো পুলিশ, মেজর জেনারেলের বাঁশির হুইসেলে দেশ স্বাধীনতা অর্জন করেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। শহীদ জিয়াউর রহমান নামে যার কথা বলা হয়, উনি কার নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছেন? শহীদ জিয়াউর রহমানকে ১৯৭১ সালে বিএনপির নেতাকর্মীরা চিনতেন কিনা?

  • সর্বশেষ
  • জনপ্রিয়