শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০১:০৪ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু বেড়ে উঠার সব চেয়ে ভাল দেশের তালিকায় ডেনমার্ক, সুইডেন ও নরওয়ে, যুক্তরাষ্ট্র ১৮ নং

সিরাজুল ইসলাম : নিরাপত্তা, লিঙ্গ সমতা, সবুজ আবাসন, পরিবার বান্ধব আইন ও মানববাধিকারের ওপর ভিত্তি করে একটি জরিপে এ কথা বলা হয়েছে। সিএনএন

তালিকার চতুর্থ স্থানে রয়েছে কানাডা। এরপরে রয়েছে নেদার‌্যান্ডস, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, অষ্ট্রেলিয়া ও অষ্ট্রিয়া। যুক্তরাজ্য রয়েছে ১১তম স্থানে।
ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড ও পেনসালভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ারটন স্কুল এ জরিপ চালিয়েছে। ২০১৬ সাল থেকে প্রতি বছর এ জরিপ চালানো হচ্ছে।

ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ডের জ্যেষ্ঠ তথ্যউপত্তা সম্পাদক ডিইডর ম্যাকফিলিপস বলেন, শীর্ষে থাকা দেশগুলোতে পিতৃত্বকালীন ছুটি, মাতৃত্বকালীন ছুটি, বিনামূল্যের প্রাক প্রাথমিক বিদ্যালয় এবং সর্বোপরি সবার জন্য সরকারি ভাল শিক্ষা ব্যবস্থা আছে। এসব পরিমাপে যুক্তরাষ্ট্রের ঘাটতি রয়েছে। আগে এ তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ছিলো ৩২ নম্বরে।

৭৩টি দেশে ৬৫টি বিষয়ে পরিমাপ করে সব চেয়ে ভাল দেশের তালিকা করা হয়েছে। এ জরিপে আমেরিকা, এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য আফ্রিকা মহাদেশের ২০ হাজারের বেশি মানুষ অংশ নেন। তাদের মধ্যে ব্যবসায়ী, কলেজ শিক্ষিত নাগরিক, মধ্যম ও উচ্চ শ্রেণির মানুষ, সাধারণ মানুষ রয়েছে। তাদের বয়স ১৮ বছরের বেশি।
চার বছর ধরে ব্লু রিবনের শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের অবস্থান পিছিয়েছে বলে মনে করেন ডিইডর ম্যাকফিলিপস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়