শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২

মোহাম্মদ সোহেল, নোয়াখালী :নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে আবুল হাশেম (৬০) এবং সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে মো. আব্দুর রহমান (৫১) নামের দুই ব্যক্তি পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কবিরহাট উপজেলার কালামিয়ার পোল-পাকমুন্সিরহাট সড়কে মোটরসাইকেল চাপায় নিহত হন আবুল হাশেম এবং দুপুরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রহমান।

নিহতরা হলেন, কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেমের ছেলে আবুল হাশেম এবং সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের বোবারকান্দি গ্রামের মৃত হাবিব উল্যার ছেলে মো. আব্দুর রহমান, তিনি উত্তর আন্ডারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয়দের ভাষ্যমতে, বৃহস্পতিবার সকালে উপজেলার কালামিয়ার পোল যাওয়ার পথে নিজ বাড়ির সামনে আবুল হাশেমকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল চাপা দিলে তিনি গুরুত্বর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান সড়ক দুর্ঘটনায় আবুল হাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বুধবার সকালে উপজেলার চরমটুয়া থেকে মোটরসাইকেল যোগে উত্তর আন্ডারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান।

তিনি পূর্ব মাইজচরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গুরত্বর আহত হন ওই শিক্ষক। স্থানীরা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ মহিউদ্দিন মো. আব্দুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়