শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ১২:০১ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচিত হলে মেয়র নয়, একজন সেবক হিসেবে ২৪ ঘণ্টা নাগরিক সেবা দেব, বললেন ফজলে নূর তাপস

আবুল বাশার নূরু: বৃহস্পতিবার আজিমপুর-নিউমার্কেট এলাকার বিজিবি ৩ নম্বর গেটের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরুর করার আগে একথা বলেন ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, কোনো অভিযোগ আসার পর প্রয়োজনে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট লোক বাসায় গিয়ে সেবা পৌঁছে দিয়ে আসবে। ডিএসসিসি একটি সেবাদানকারী সংস্থা; সুতরাং ২৪ ঘণ্টা নগরবাসীর সেবা প্রদানে নিয়োজিত থাকব। হেল্পলাইনে সমাধান না হলে মেয়রকে সরাসরি সংযোগ করতে পারবেন।

তিনি বলেন, আমাদের এই পুরান ঢাকার সমস্যা নিয়ে এর আগে কেউ কোনো পরিকল্পনা হাতে নেয়নি। ঐতিহ্যবাহী ঢাকা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে কিভাবে পুনরুদ্ধার করতে পারি সেটাই আমাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, ঢাকা একটি গর্ব ও ঐতিহ্যের জায়গা। প্রাণের এই ঢাকাকে পরিস্কার, সুন্দর, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব। এছাড়া আবর্জনা ও মশক নিধন দৈনন্দিন কাজ। প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করা হবে। ঢাকা নগরীকে আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন থেকে শুরু করে বাসযোগ্য সুন্দর নগরী হিসেবে গড়ে তুলব। রাস্তায়য় আবর্জনা মুক্ত অবস্থায় থাকবে না। মশক নিধন, সবুজায়ন এসব আমরা দৈনন্দিন ভিত্তিতে করব।

তিনি বলেন, আমরা যে মহাপরিকল্পনা নেব সেখানে ঐতিহ্যবাহী ঢাকাকে নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। আমরা সেভাবে কাজ করতে চাই। যে ঐতিহ্য হারিয়ে গেছে তা কিভাবে পুনরুদ্ধার, পুনরুজ্জীবিত করতে পারি এবং বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারি সেটাই মূল লক্ষ্য থাকবে।

গণসংযোগে তাপসের সঙ্গে ছিলেন মোস্তফা জালাল মহিউদ্দিন, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজি, হুমায়ুন কবীর প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়