শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিবন্ধীদের সুরক্ষা সংক্রান্ত ঢাকা জেলা কমিটি সক্রিয় করার দাবি

বাংলা ট্রিবিউন : প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত ঢাকা জেলা কমিটির সভা আয়োজন না করা এবং কমিটির নিষ্ক্রিয়তার কারণে প্রতিবন্ধী ব্যক্তিরা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সোসাইটি ফর এডুকেশন অ্যান্ড ইনক্লুশন অফ দ্যা ডিজঅ্যাবল্ড (সিড) । সংগঠনটি এই কমিটিকে সক্রিয় করার দাবি জানিয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, কমিটি সক্রিয় না থাকার কারণে প্রতিবন্ধী ব্যক্তিরা বৈষম্যের শিকার হলে প্রতিকার চেয়ে আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ক্ষতিপূরণের আবেদন করতে পারছেন না। এর ফলে একদিকে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার লঙ্ঘন হচ্ছে অন্যদিকে বৈষম্যকারীরা প্রশ্রয় পেয়ে বৈষম্যের প্রকোপ আরও বাড়িয়ে দিচ্ছে। এছাড়া ঢাকা জেলায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিয়ে সরকারি ও বেসরকারি কার্যক্রমের মধ্যে কোনও সমন্বয়, পরীবিক্ষণ ও তদারকি হচ্ছে না, ফলে সরকারের কর্মপরিকল্পনা অনুযায়ী ঢাকা জেলায় সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে না।

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর অধীনে গঠিত প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত ঢাকা জেলা কমিটিকে সক্রিয় ও কার্যকর করার দাবিতে এসময় কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে আছে - দ্রুত ঢাকা জেলা কমিটি সভার আয়োজন করতে হবে এবং প্রতি বছর আইন অনুযায়ী নিয়মিত ৪টি সভা আয়োজন করতে হবে। জেলা কমিটির সভার কার্যবিবরণী ওয়েব সাইটে প্রকাশ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩-এর ৩৬ ধারার বৈষম্যের বিরুদ্ধে ক্ষতিপূরণের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সিডের চেয়ারপারসন রঞ্জন কর্মকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা জজ এস এম রেজাউল করিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়