যুগান্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ‘আমি আওয়ামী লীগের বর্তমান আমলের চরম সমালোচক। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হিসেবে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, উনার প্রতি অসীম এক কৃতজ্ঞতা অনুভব করি।’
তিনি বলেন, ‘যারা মনে করেন এদুটো জিনিস একসঙ্গে সম্ভব না তারা হয় অজ্ঞ না হয় জ্ঞানপাপী।’
মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে এসব কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে আমার ভালোবাসা নতুন না, উনাকে নিয়ে আমি বিএনপির চরম প্রতাপের আমলেই লিখেছি। আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লিখেছি আওয়ামী লীগের একচ্ছত্র আমলে।
ঢাবির এ অধ্যাপক আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে বিরাট একটা লেখা লিখব আওয়ামী লীগ কোনো দিন ক্ষমতায় না থাকলে। আমার জীবিতকালে এটা অবশ্য হবে কিনা আমি জানি না।’