শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য মেলায় ফায়ার সার্ভিসের ‘অপারেশন সেফটি’ অভিযান

সুজন কৈরী : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ‘অপারেশন সেফটি’ নামে অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন-এর নির্দেশক্রমে অগ্নি নিরাপত্তার দিক থেকে বাণিজ্য মেলাকে সুরক্ষিত করতে বুধবার অভিযানটি চালানো হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক ছালেহ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপসহকারী পরিচালক, সিনিয়র স্টেশন অফিসার, ওয়ারহাউজ ইন্সপেক্টর ও স্টেশন অফিসারসহ বিভিন্ন পদমর্যাদার ৪৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

অভিযানকালে বাণিজ্য মেলার সকল প্যাভিলিয়ন ও স্টল পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে অগ্নি দুর্ঘটনার দিক থেকে বিদ্যমান ঝুঁকিসমূহ চিহ্নিত ও তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। এ সময় দুর্ঘটনার ঝুঁকি হ্রাস বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং অগ্নি ঝুঁকি ও তা নিরসনে করণীয় বিষয়েসংশ্লিষ্টপ্যাভিলিয়ন/স্টল কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দানকারী সহকারী পরিচালক ছালেহ্ উদ্দিন জানান, গত ৯ জানুয়ারি মেলার একটি প্যাভিলিয়নে অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়। মেলায় অবস্থিত ফায়ার স্টেশনের দ্রুত ব্যবস্থা গ্রহণের কারণে ভয়াবহ বিপদের হাত থেকে সেদিন পুরো বাণিজ্য মেলা রক্ষা পায়। এ ধরনের অনাকাক্সিক্ষত দুর্ঘটনার ঝুঁকি হ্রাসের প্রস্তুতি হিসেবে মহাপরিচালকের নির্দেশে অভিযানটি চালানো হয়।

তিনি বলেন, বাণিজ্য মেলাকে সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট সকলেরই সচেতন থাকা আবশ্যক। এ বিষয়ে প্রয়োজনে বাণিজ্য মেলার বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টলে কর্মরতরা মেলায় স্থাপিত অস্থায়ী ফায়ার স্টেশনে কর্মরতদের কাছে পরামর্শ ও প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়