শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০১:৫৪ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেক ডিজঅনারে কারাদণ্ড সাথে চারগুণ অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক: বিনিময়ের উপাদন সংক্রান্ত আইন নিয়ে ১৮৮১ সালে তৈরি করা হয়েছিল হস্তান্তরযোগ্য দলিল আইন, ১৮৮১ (Negotiable Instrument Act, 1881) । এই আইনের মাধ্যমেই প্রমোজারি নোট (অঙ্গিকারপত্র), বিনিময় বিল (বিল অব এক্সচেঞ্জ) এবং চেক ডিজঅনারের ক্ষেত্রে ব্যবহারে হয়ে আসছে।

কিন্তু আইনটিকে পরিমার্জন করে সময়োপযোগী তৈরি করার জন্য নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই আইন বাতিল করে নতুন করে আইন তৈরির উদ্যোগ নিয়েছে অর্থমন্ত্রনালয় যা নাম দেওয়া হয়েছে বিনিময়যোগ্য দলিল আইন, ২০২০। অর্থমন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১৫ জানুয়ারি বিনিময়যোগ্য দলিল আইন,২০২০ এর খসড়া অর্থমন্ত্রনালয় থেকে প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতামতের পর আইনটি চূড়ান্তভাবে প্রণয়ন করা হবে। নতুন এই আইনে চেক ডিজঅনার হলে ৬ মাস থেকে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড অথবা চেকে উল্লেখিত অর্থের চারগুণ অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান করা হয়েছে।

উল্লেখ্য, হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮(১) ধারায় চেক প্রত্যাখ্যাত হবার শাস্তির কথা বলা হয়েছে। এখানে বলা আছে চেক ডিসঅনারের শাস্তি হল ১ বছরের কারাদণ্ড অথবা চেকে উল্লেখিত টাকার ৩ গুন জরিমানা অথবা উভয় দণ্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়