আসাদ্জ্জুামান সম্রাট: সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযানে ইমেজ সংকটে পড়া গণপূর্ত অধিদপ্তরের কার্যক্রমকে গতিশীল করতে পাঁচটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। এগুলো গণপূর্ত অধিদপ্তরের ইমেজ সংকট দূর করার পাশাপাশি অধিদপ্তরের কার্যক্রমকে তরান্বিত করতে কাজ করবে।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটিগুলো গঠন করা হয়। কমিটি গঠন সম্পর্কে এ প্রতিবেদককে তিনি বলেন, একথা অস্বীকার করার উপায় নেই যে, প্রধানমন্ত্রী ঘোষিত মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সনীতির ফলে পরিচালিত অভিযানে গণপূর্ত অধিদপ্তরের ইমেজ ক্ষুন্ন হয়েছে। অথচ আমরাই দেশের সব আইনকনিক ভবন ও স্থাপনের নির্মাণকারী প্রতিষ্ঠান। আমরা এ জায়গা থেকে ঘুরে দাড়াতে চাই।
গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নন্দিতা রাণী সাহার স্বাক্ষরে কমিটি গঠন সম্পর্কিত অফিস আদেশ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এর মধ্যে কার্যপরিধি নির্ধারণ কমিটির প্রধান করা হয়েছে ঢাকা মেট্টোপলিটন জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. মঈনুল ইসলামকে। কমিটির সদস্যরা হলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহম্মদ, মো. নজিবর রহমান, মো. আবুল খায়ের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলমগীর খান, আশ্রাফুল হক ও মো. আবুল কালাম।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কায়কোবাদের নেতৃত্বে গঠিত অনুসন্ধান ও মূল্যায়ন কমিটির সদস্যরা হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জামিলুর রহমান, নির্বাহী প্রকৌশলী হাসনাত সাবরিনা, মো. মাহফুজুল আলম, আব্দুল্লাহ আল মাসুদ, মো. শামছুল ইসলাম ও নাজমুন নাহার হামিদ।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসানের নেতৃত্বে গঠিত প্রকিউরমেন্ট ও টেন্ডার ডিসপোজাল কমিটির সদস্যরা হলেন নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়েরা বিনতে রেজা, নির্বাহী প্রকৌশলী জুবায়ের বিন হায়দার ও উপ-বিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ আদনান রহমান।
মো. রফিকুল ইসলামের নেতৃত্বে গঠিত প্রকল্প প্রণয়ন ও নকশা সংক্রান্ত কমিটির সদস্যরা হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাঈদ মাহাবুব মোর্শেদ, মুহাম্মদ মশিউর রহমান আকন্দ, নির্বাহী প্রকৌশলী এ আর এম তাওহীদুর রহমান ও সোহানা মজুমদার।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. পারভেজ খাদেমের নেতৃত্বে গঠিত কমিটির সদস্যরা হলেন, নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ মুহাম্মদ জুবাইর, স্বর্ণেন্দু শেখর মÐল, ড. মো. আশরাফুল ইসলাম, মো. রাজিবুল ইসলাম, সৈয়দ ইস্কান্দার আলী ও উপবিভাগীয় প্রকৌশলী অজন্তা শুক্লা তন্মা।
প্রধান প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম আশা প্রকাশ করেছেন, কমিটিগুলো গণপূর্ত অধিদপ্তরের কার্যক্রমকে গতিশীল করতে সহায়ক ভুমিকা পালন করবে। এতে প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০২০ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নে গণপূর্ত অধিদপ্তরের উপর অর্পিত দায়িত্ব পালনে ভুমিকা রাখবে।