শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৬:৫৪ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্যার গ্যারি সোবার্স ট্রফি জিতলেন বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স করে দলকে শিরোপা জিতিয়ে ছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। এছাড়া অ্যাশেজে অসাধারণ নৈপূন্য আর বছরজুড়ে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার মনোনীত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার। জিতেছেন মর্যাদার স্যার গ্যারি সোবার্স ট্রফি।

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছেন প্যাট কামিন্স, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার রোহিত শর্মা। সেরা উদীয়মান ক্রিকেটার প্রত্যাশিতভাবেই অস্ট্রেলিয়ার মানার্স লাবুশ্চানে। ভারতীয় পেসার দিপক চাহার জিতেছেন সেরা টি-টোয়েন্টি পারফরম্যান্সের পুরস্কার।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি পেয়েছেন ‘স্পিরিটি অব দা ক্রিকেট’ পুরস্কার। সহযোগী দেশগুলির সেরা ক্রিকেটার স্কটল্যান্ডের কাইল কোয়েটজার। সেরা আম্পায়ারের পুরস্কার প্রথমবার জিতেছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ।

স্টোকসের বর্ষসেরা স্বীকৃতি নিয়ে দ্বিমত থাকতে পারে সামান্যই। গত বছর টেস্টে ৮২১ রান করেছেন এই অলরাউন্ডার, উইকেট নিয়েছেন ২২ টি। ওয়ানডেতে করেছেন ৭১৯ রান, উইকেট ১২টি।

বিশ্বকাপ ফাইনালে তার নায়কোচিত পারফরম্যান্সেই শিরোপা জিতেছে ইংল্যান্ড। ঘরের মাঠে অ্যাশেজ জিততে না পারলেও স্টোকসের পারফরম্যান্স ছিলো দুর্দান্ত। দলের বিপর্যয়ে অসাধারণ দুটি সেঞ্চুরি করেছেন তিনি অ্যাশেজে, যার একটিতে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস খেলে জিতিয়েছেন দলকে।

বর্ষসেরার স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত স্টোকস। তিনি বলেন, ‘সর্বসেরা ক্রিকেটারের স্বীকৃতি স্যার গ্যারি সোবার্স ট্রফি জিততে পারাটা দারুণ তৃপ্তিদায়ক। ইংল্যান্ড ক্রিকেটের জন্য গত ১২ মাস ছিল অবিশ্বাস্য, বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে পারা ছিল আমাদের সেরা অর্জন। গত ১২ মাস আমার ক্যারিয়ারেও সেরা সময়। এই বছরের অর্জনই সামনের বছরগুলিতে আমাদের আরও সাফল্য পেতে অনুঘোটক হিসেবে কাজ করবে।’

ইংলিশ ক্রিকেটারদের মধ্যে বর্ষসেরার স্বীকৃতি স্টোকসের আগে পেয়েছিলেন কেবল দুইজন। ২০০৫ সালে অ্যান্ড্রু ফ্লিন্টফ (জ্যাক ক্যালিসের সঙ্গে যৌথভাবে) ও ২০১১ সলে জোনাথস ট্রট।

বছরজুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য কিছুদিন আগে বিবিসির বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বও মনোনীত হয়েছিলেন স্টোকস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়