শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যবসায় পিছিয়ে দীপিকা অভিনীতো ‘ছপাক’

মুসফিরাহ হাবীব: বলিউড ছক ভেঙে নারীকেন্দ্রিক ছবি বানানো এবং জৌলুসের পরিবর্তে বিষয়কে প্রাধান্য দিচ্ছে আজকাল। দীপিকা পাড়ুকোনের ‘ছপাক’ ছবিটিতে এ তিন উপাদানই আছে। কিন্তু ছবিটি সমালোচক-দর্শকের প্রশংসা পেলেও এবং অনেকের চোখে পানি এনে দিলেও ব্যবসায় ছাপ ফেলতে পারেনি।

গত চারদিনে ‘ছপাক’ মোট ২১ কোটি এবং অজয়ের ‘তানাজী’ ৭৫ কোটি রূপির ব্যবসা করেছে। এ অঙ্কই বলে দিচ্ছে, জনতার রায় কোন দিকে।

কেন ‘ছপাক’বক্স অফিসে পিছিয়ে পড়ছে? বিষয়টি খতিয়ে দেখতে গেলে পাওয়া যাচ্ছে কিছু কারণ।
প্রথমত: ‘ছপাক’-এর তুলনায় বেশি সংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘তানাজী’। তার প্রভাব খানিকটা পড়েছে।

দ্বিতীয়ত: অনেকের মতে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী পড়ুয়াদের পাশে দীপিকার দাঁড়ানো তার ছবির ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলেছে।

তৃতীয়ত: সাধারণ মানুষের কাছে নায়িকা মানেই সৌন্দর্যের প্রতীক। অ্যাসিড আক্রান্তের চেহারায় দীপিকাকে দেখতে হয়ত আগ্রহী হননি অনেকেই।

চতুর্থত: কেউ কেউ মনে করছেন, ট্রেলার দেখেই দীপিকার ছবির গল্পের আন্দাজ পাওয়া গিয়েছিল। তাই সিনেমাটি দেখার আগ্রহ হারিয়েছেন অনেকে।

এসব কারণেই ছপাককে পেছনে ফেলে এগিয়েছে তানাজী বীরগাঁথা। তবে ছপাকের গোটা ভারতের পরিসংখ্যানের চেয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অবশ্য আলাদা।

‘ছপাক’ এ রাজ্যে ভাল ব্যবসা করেছে। মাল্টিপ্লেক্স, সিঙ্গল স্ক্রিনে হাউসফুল যাচ্ছে ছবিটি। বাণিজ্য বিশ্লেষক পঙ্কজ লাডিয়ার মতে, ‘‘এখানকার দর্শক ইমোশনাল ছবি পছন্দ করে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়