শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৬:২৫ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে এক মাল্টিপারপাস কার্যালয়ে পুলিশের অভিযান’, আট কোটি ৪২ লাখ টাকা জব্দ

রাজু চৌধুরী, চট্টগ্রাম : নগরীর ইপিজেড থানাধীন চৌধুরী মার্কেটের ২য় তলায় প্রতারণার অভিযোগে রূপসা উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবিসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ দল।

অভিযান চালিয়ে ৮ কোটি ৪২ লক্ষ টাকা জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি, ডিএমপি)। মঙ্গলবার বিকেল থেকে ইপিজেড এলাকার চৌধুরী মার্কেটের রূপসা উন্নয়ন ফাউন্ডেশন মাল্টিপারপাস নামের প্রতিষ্ঠানটিতে এ অভিযান শুরু হয়। অভিযানে আটক করা হয় তিনজনকে।

জানা যায়, সমবায় প্রতিষ্ঠানটি গার্মেন্টস শ্রমিকদের কাছ থেকে লোভ দেখিয়ে হাতিয়ে নিয়েছে ৮ কোটি টাকা ৪২ লাখ টাকা। প্রতারণার অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হওয়ার পর তদন্তে নামে কর্তৃপক্ষ।

অভিযোগের সত্যতা পেয়ে অফিসটিতে অভিযান শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযানে গোয়েন্দা পুলিশের সাথে যোগ দিয়েছিলো ইডিজেড থানা পুলিশও। মধ্যরাত পর্যন্ত চলে এই অভিযান।

এক সূত্রে জানা যায়, জানায়, এসময় তিনজনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অভিযানের খবর পেয়ে সেখানে ভিড় করে গ্রাহকরা। বিক্ষোভ করে তাদের জমা টাকা ফেরত চায়। অফিস ঘেরাও করে পুলিশ।

এদিকে ওই প্রতিষ্ঠানে টাকা সঞ্চয়কারী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠানটিতে টাকা রেখে প্রতিবছর লাভ পেয়েছেন তারা। এমনকি তাদের কোনো অভিযোগও নেই এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তবে এখন তাদের দাবি বর্তমানে যে টাকা জমা রয়েছে তা তাদেরকে ফেরত দিতে হবে।

ওমর ফারুক নামে এক সঞ্চয়কারী জানান, প্রতিমাসে পুরো পরিবার মিলে ২৪ হাজার টাকা জমা রাখেন এই সমিতিতে। জমানো টাকার ওপর ৮ শতাংশ লাভ প্রদান করতো প্রতিষ্ঠানটি।

তিনি আরও জানান, আগামী ১৭ তারিখ (জানুয়ারি) তিন লাখ টাকা তোলার কথা এই সমিতি থেকে। এখন আজকে দেখি অভিযান চালাচ্ছে। শুনেছি পুলিশ টাকা নিয়ে যাচ্ছে। টাকা নিয়ে গেলে আমাদের জমানো টাকা কে দিবে?

জানা গেছে, রূপসা কিং গ্রুপের নামের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লায়ন মো. মজিবুর রহমান কোম্পানি। এর ভাইস চেয়ারম্যান মো. মুছা হাওলাদার। সম্পাদনা : জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়