শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৫:৪৪ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক ব্যবসায় জড়াচ্ছে চালক ও হেলপাররা

মাসুদ আলম : আইনশৃঙ্খলা বাহিনীর নিরলস চেষ্টার পরও থেমে নেই মাদক পাচার। সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় আসছে মাদক। আর অর্থের লোভে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে বিভিন্ন পরিবহনের চালক ও হেলপাররা। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রাইভেটকার, সিএনজি, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক-পিকআপসহ বিভিন্ন যানবাহনে করে এক শ্রেণির চালক ও হেলপাররা সীমান্ত এলাকা থেকে রাজধানীতে নিয়ে আসছে বিভিন্ন মাদকদ্রব্য। এসব ঘটনায় চালক ও হেলপারের কেউ কেউ ধরা পড়লেও পার পেয়ে যাচ্ছে মূল পাচারকারীরা। গত ১২ জানুয়ারী রাজধানীর বিমানন্দর এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ১৬ হাজার ৫০ ইয়াবাসহ হেলাল উদ্দিন নামে এক চালককে গ্রেপ্তার করে র‌্যাব-১।

র‌্যাব-১ সূত্রে জানা গেছে, গত এক বছরে মাদক পরিবহনে ব্যবহৃত ১৫৭টি যানবাহন জব্দ করা হয়। এর মধ্যে কভার্ডভ্যান ৩, প্রাইভেটকার ৮০, ট্রাক ৩০, পিকআপ ১৯, জীপ ৩, ইজিবাইক ৭, সিএনজি ৮, মাইক্রোবাস ৫ ও বাস ২টি। এসব ঘটনায় প্রায় ২১১ জন চালক ও হেলপার গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বলেন, বিনা পুঁজিতে অধিক লাভের আশায় মাদক ব্যবসায় জড়াচ্ছে চালক ও হেলপারা। তারা আসলে মূল মাদক কারবারি নয়। টাকার বিনিময়ে সরবরাহের কাজ করে। কখনও মৌসুমি শাকসবজি বহনকারী পরিবহনে ইয়াবা, গাঁজা, মদ ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক নিয়ে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়