শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০১:১০ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেরালায় ধৃত সন্দেহভাজন ২ আইসিস জঙ্গি

রাশিদ রিয়াজ : কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজা বোমানি মঙ্গলবার জানান, কেরালার উদুপি থেকে গ্রেফতার হওয়া দুই জঙ্গি কন্যাকুমারী জেলার উইলসন খুনের মামলায় জড়িত। জানা গিয়েছ, ধৃতদের নাম তৌফিক ও শামিম। আইসিসেস সঙ্গে ধৃতদের যোগসাজশ রয়েছে বলেই পুলিশের ধারণা।

কেরালার উদুপি রেলস্টেশন থেকে মঙ্গলবার সন্দেহভাজন ২ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। কেরালা পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ে ওই জঙ্গিরা। দাবি, ধৃতেরা আইসিসের সক্রিয় সদস্য।

কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজা বোমানি মঙ্গলবার জানান, কেরালার উদুপি থেকে গ্রেফতার হওয়া দুই জঙ্গি কন্যাকুমারী জেলার উইলসন খুনের মামলায় জড়িত। জানা গিয়েছ, ধৃতদের নাম তৌফিক ও শামিম। আইসিসেস সঙ্গে ধৃতদের যোগসাজশ রয়েছে বলেই পুলিশের ধারণা।

সম্প্রতি কালিয়াক্কাভিলাই থানার স্পেশাল সাব-ইনস্পেক্টর উইলসন অজ্ঞাতপরিচয় ২ ব্যক্তির হাতে খুন হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, উইলসনকে খুনের পর দু-জন ছুটে পালাচ্ছে। জানা গিয়েছে, এই সিসিটিভি ফুটেজের দৌলতেই খুনিদের চিহ্নিত করা সম্ভবপর হয়েছে। সূত্রের খবর, উদুপি স্টেশন থেকে এই ২ জন ছাড়াও আরও একজন গ্রেফতার হয়েছে। নাম মেহবুব।

গত সপ্তাহে সহকর্মীদের সঙ্গে নিয়ে গাড়ি তল্লাশির চালানোর সময় কন্যাকুমারী জেলার চেকপোস্টে অতর্কিতে হামলায় নিহত হন পুলিশ সাব-ইনস্পেক্টর উইলসন। সাব-ইনস্পেক্টরকে মেরেই অপরাধীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। হামলাকারীদের বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ এইসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়