শিরোনাম

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি সেদিন আওয়ামী লীগে ফিরবো যেদিন দলটি হেফাজত, আজহারী,কাটাকুটা ও এন্টারকোটিক ইসলামী বিজ্ঞানী ছেড়ে বঙ্গবন্ধুর আদর্শে ফিরবে

অনির্বাণ আরিফ : এই মহূর্তে আওয়ামী লীগের পতন হলে আমি সম্ভবত সবচেয়ে বেশি খুশি হবো। আওয়ামী লীগের পতনের দিনকে আমি ‘বিজয় দিবস’ হিসেবে পালন করবো। আমি বিএনপির রাজনীতিকে চরম ঘৃণা করি। আমি জামায়াতে ইসলামীকে পাকিস্তানি রাজনৈতিক দল মনে করি। আমি এবং আমার মতো লাখ লাখ তরুণ আওয়ামী লীগকে ভালোবাসতো কারণ আওয়ামী লীগের ভিতর আমরা বাংলাদেশ দেখতে পেতাম। অনেকদিন আগে কোনো একসময় আওয়ামী লীগ নেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হঠাৎ করে আওয়ামী লীগকে হেফাজত লীগ বানিয়ে দিলেন।

তারপর থেকে আওয়ামী লীগের ঘরে-বাইরে, অন্দরে-সদরে, ছোট, বড়, পাতি, আনাড়ি সব নেতাকর্মীরা আওয়ামী লীগকে কখনো হেফাজত লীগ, কখনো আহজারী লীগ, কখনো জামায়াত লীগ এমনকি কখনো জঙ্গি লীগের কাতারে নামিয়ে ছেড়ে দিয়েছে। যে নদীর পানি দূষিত হয়ে যায় সে নদীর সব প্রয়োজন ফুরিয়ে যায়। আওয়ামী লীগ দূষিত হয়ে গেছে সুতরাং আওয়ামী লীগের প্রয়োজনও আপাতত ফুরিয়ে গেছে এবং আমি সেদিন আওয়ামী লীগে ফিরবো যেদিন আওয়ামী লীগ হেফাজত, আজহারী, কাটাকুটা, এন্টারকোটিক, ইসলামী বিজ্ঞানী ছেড়ে বঙ্গবন্ধুর আদর্শে ফিরবে। সেদিন যদি সারাদেশে একজন আওয়ামী লীগ কর্মী নাও থাকে তবু আমি একাই থাকবো। ইটস মাই প্রমিজ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়