শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মার্কিন সেনা বিতাড়িত না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের জনগণের শান্ত হওয়া উচিত নয়’

ইয়াসিন আরাফাত : ইরান সফররত সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ আল খামিসের সঙ্গে মঙ্গলবার রাজধানী তেহরানে এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি একথা বলেন। তিনি বলেন, মার্কিন সেনাদের ফিরে যেতে বাধ্য করার জন্য এ অঞ্চলের জনগণকে সব রকমের প্রচেষ্টা চালাতে হবে। পার্সটুডে

বৈঠকে ইরানের প্রেসিডেন্ট সিরিয়ার তেল খনিগুলোর নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আজকের দিনে সিরিয়ার তেলক্ষেত্র দখলে নেয়ার ব্যাপারে ওয়াশিংটন যে ঘোষণা দিয়েছে এবং এ অঞ্চলের দেশগুলোতে যুক্তরাষ্ট্র যে হস্তক্ষেপের নীতি গ্রহণ করেছে তা থেকে পরিষ্কার হয় যে, তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থ দেখে না এবং ভবিষ্যতেও দেখবে না।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলায়মানিকে মার্কিন সেনারা হত্যা করার পর সিরিয়ার সরকার এবং জনগণ যেভাবে সমবেদনা জানিয়েছেন, তাতে ইরানের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট হাসান রুহানি। এসময় সোলায়মানি হত্যাকান্ড বিষয়ে তিনি বলেন, জেনারেল সোলাইমানি সুস্পষ্ট করে বলেন, আমেরিকার এই অপরাধযজ্ঞ আমরা কখনও ভুলবো না। মার্কিন সেনাদের এ অঞ্চল থেকে বহিষ্কারের জন্য প্রতিটি দেশের জনগণকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

বৈঠকে তিনি ইরান এবং সিরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া জোরদার করার জন্য দু দেশের কর্মকর্তাদের প্রতি জোরালো আহ্বান জানান এবং তেহরান-দামেস্ক সম্পর্ক উন্নয়নের জন্য ইরানের পক্ষ থেকে নিশ্চিত প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়