শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০২:৫০ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসি ঘেরাওয়ের কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

সাজিয়া আক্তার : আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানোসহ দুই দফা দাবিতে শাহবাগ অবরোধের পর দাবি আদায়ে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

সরস্বতী পূজার কারণে নির্বাচন পেছাতে হাইকোর্টে করা রিট খারিজ হয়ে যাওয়ার পর মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢাবি শিক্ষার্থীরা প্রতিবাদে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে সড়ক ছাড়ার আগে শিক্ষার্থীরা বুধবার দুপুর ১২টার মধ্যে নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো সিদ্ধান্ত না হলে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও করার কর্মসূচি দেন।

শিক্ষার্থীদের দ্বিতীয় দাবিটি হচ্ছে- সরস্বতী পূজার দিনে নির্বাচন দেওয়ায় নির্বাচন কমিশনার ও কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে।

নির্বাচনের তারিখ পেছানোর আল্টিমেটাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বলেন, '২৯ এবং ৩০ তারিখ সরস্বতী পূজা আছে। এটি জানার পরেও ৩০ তারিখে নির্বাচন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা নির্বাচন কমিশনকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে ভোটের তারিখ না পেছানো হলে ইসি কার্যালয় ঘেরাও করা হবে।'

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংসদের জিএস মেহেদী হাসান শান্ত বলেন, 'আমাদের দেশ হলো অসাম্প্রদায়িক একটি দেশ। এ দেশে পূজার দিনে নির্বাচন কখনো কাম্য হতে পারে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ডাকসু, সাধারণ শিক্ষার্থী ঐক্য পরিষদ, সাধারণ শিক্ষার্থী, শিক্ষকদের দাবি এবং মানববন্ধনের পরেও হাইকোর্ট কেন রিট খারিজ করল- এটা আমরা জানতে চাই। যতদিন আমাদের এই দাবি মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জেগে থাকবে।'

এর আগে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদ নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে মঙ্গলবার দুপুরে মিছিল করে। তবে রিট খারিজের খবরে তাদের সঙ্গে আরও শিক্ষার্থী যুক্ত হয়ে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়