শিরোনাম

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক ব্যবসায় রিক্সা চালক থেকে কোটিপতি মঞ্জুর

হাবিবুর রহমান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জাগানা এলাকার সমালোচিত মাদক ব্যবসায়ী মো: মঞ্জুর আলম রিক্সা চালক মাদক ব্যবসা করে বেশ কু-খ্যাতি অর্জন করে কোটিপতি বনে যায়।

এলাকার সাধারণ মানুষের সহায়তায় তাকে আটক করেছেন পুলিশ। আটকৃত মাদক ব্যবসায়ী পাঞ্জাগানা বাজারের পশ্চিম ঘোনার পাড়া এলাকার মো: নবীর পুত্র। সোমবার (১৩ জানুয়ারি ) রাত ৮ টা বাজারের ধানসিঁড়ি হোটেল থেকে তাকে আটক করে।

এলাকাবাসী বলেন, মঞ্জুর আলম এক জন প্রকৃত মাদক ব্যবসায়ী, সেই দীর্ঘ পাঁচ বছর ধরে মাদক ব্যবসার সাথে জড়িত, তার রয়েছে অসংখ্য মামলা, এর মধ্যে রায়েছে মাদকের মামলা, নারী নির্যাতন, চুরি ও বন মামলা। বিভিন্ন মামলা নিয়ে জেল কেটেছেন মঞ্জুর, টাকার প্রভাবে বেশিদিন জেলে থাকতে হয় না তার।

অতীতে মুঞ্জুর আলম দিনের বেলায় রিক্সা চালাতো , আর রাতের বেলায় কাঠ ছুরি করার জন্য বনে যেতো। সেই মাদকের টাকা দিয়ে নিজ এলাকায় নির্মাণ করেছে বিলাস বহুল বাড়ি, রয়েছে ২০ টির উপরে সিএনজি ও অটাল সম্পদ, বিগত দেড় মাসের মধ্যে মঞ্জুর আলমের ৫ টির উপরে দেশীয় তৈরি চোলাই মদ সহ বহনকারী গাড়ি আটক করেছে প্রশাসন।

এলাকার সাধারণ জনগণ মাদক ব্যবসায়ী মঞ্জুর আলম কে আটকিয়ে রেখে রামু থানা পুলিশ কে খবর দিলে, পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। রামু থানার ওসি আবুল খায়ের বলেন তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যাবস্থা নেওয়া হবে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়