মুসফিরাহ হাবীব: ক্যানসারকে জয় করে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন ভাই ঋষি কাপুর। কিন্তু হার মানলেন তার বোন। ৭১ বছর বয়সে মারা গেলেন ঋতু কাপুর (নন্দা)। যিনি প্রয়াত কিংবদন্তী বলিউড অভিনেতা-পরিচালক রাজ কাপুরের বড় মেয়ে এবং ঋষিপুর, রণধীর কপূর ও রাজীব কাপুরের বোন। মঙ্গলবার ভোরে নয়াদিল্লিতে মারা যান ঋতু।
তার ভাই রণধীর কাপুর ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে জানান, ঋতুর শেষকৃত্য সম্পন্ন করতে নয়াদিল্লিতে পৌঁছেছে কাপুর পরিবার। দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন ঋতু। চলছিল চিকিৎসাও। ভাই ঋষি কাপুর ক্যানসার-যুদ্ধে জয়ী হয়ে ঘরে ফিরলেও ফেরা হল না ঋতুর।
শিল্পী পরিবারে জন্ম নিয়েও বাবা এবং ভাইদের মতো কখনোই অভিনয় জগতে আসেননি ঋতু। বরং শিল্পোদ্যোগী এবং সফল ব্যবসায়ী হিসেবে গড়ে তুলেছিলেন নিজস্ব পরিচয়। শিল্পপতি রাজন নন্দাকে বিয়ে করে তিনি হয়েছিলেন ঋতু নন্দা। রাজন নন্দা মারা গেছেন আরো আগেই
ঋতু নন্দার জন্ম ১৯৪৮ সালে। জীবনবীমার এজেন্সি দিয়ে নিজের ব্যবসায়ী জীবন শুরু করেছিলেন তিনি। তার ছেলে নিখিল নন্দার বিয়ে হয় অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতার সঙ্গে। তার দুই নাতিনাতনি নব্য নভেলি নন্দা এবং অগস্ত্য নন্দা। ঋতুর মৃত্যুতে কাপুর পরিবারের পাশাপাশি নন্দা এবং বচ্চন পরিবারেও নেমে এসেছে শোকের ছায়া।