শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাড়ে ৪২ কোটি টাকা চেয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে করা মামলায় জিতেছেন হাথুরুসিংহে

রাকিব উদ্দীন : চুক্তি শেষ হওয়ার আগেই কোচিং থেকে বহিস্কার করায় কদিন আগে ৫ মিলিয়ন ডলার চেয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মানহানি মামলা করে দেশটির সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শেষ পর্যন্ত মামলায় জিতেছেন হাতুরাসিংহই। আদালতের ঘোষণা অনুযায়ী হাথুরুসিংহেকে তার প্রাপ্য অর্থ ফেরত দিতে একরকম বাধ্যই হয়েছে এসএলসি।

গত বছরের আগষ্টে হাতুরাসিংহকে প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করে মিকি আর্থারকে কোচের আসনে বসায় এসএলসি। অথচ হাথুরুসিংহের সঙ্গে লম্বা সময়ের চুক্তি ছিল এসএলসির। চুক্তি শেষ হওয়ার আগেই বরখাস্ত করায় এলএলসির বিরুদ্ধে অন্যায়ভাবে অপসারন দাবি করে ৫ মিলিয়ন ডলার অর্থ চেয়ে ক্রীড়া আইনে মানহানির মামলা করেন তিনি। বাংলাদেশের সাবেক কোচ একইসাথে দাবি করেন, এসএলসি তাকে যেভাবে বরখাস্ত করেছে সেটা বেআইনি এবং এতে আন্তর্জাতিক ক্রিকেটে তার সুনাম নষ্ট হয়েছে।

এসএলসির সাধারণ সম্পাদক মোহন ডি সিলভা এএফপিকে কিছুদিন আগে বলেছিলেন, ‘সে (হাথুরুসিংহে) ৫ মিলিয়ন ডলার দাবি করে চিঠি পাঠিয়েছে।’

বাংলাদেশি মূল্যমানে যা ৪২ কোটি ৩৯ লাখ টাকা। এবার কোর্টের নির্দেশে হাথুরুসিংহের সঙ্গে সমঝোতা করছে এসএলসি। প্রাপ্য অর্থের সবটুকু না পেলেও দুই পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা হবে বলে সংবাদ প্রকাশ করছে শ্রীলঙ্কান গণমাধ্যমগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়