শিরোনাম

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ উপলক্ষে কর্মকর্তাদের চতুর্থ দিনের মতো প্রশিক্ষণ চলছে

রাজু আলাউদ্দিন : ডিএনসিসির দুইটি ভেন্যুতে এ প্রশিক্ষণ চলছে। ডিএনসিসির রিটানিং অফিসার মো. আবুল কাশেম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

যে দুইটি ভেন্যুতে প্রশিক্ষণ চলছে সেগুলো-মিরপুর বাঙলা স্কুল অ্যান্ড কলেজ সেকশন-১১, মিরপুর ঢাকা (সাধারণ ওয়ার্ড নং ২, ৩, ৫ ও সংরক্ষিত ওয়ার্ড নং ৩), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ বনানী ঢাকা (সাধারণ ওয়ার্ড নং ১৯, ২০, ২১ ও সংরক্ষিত ওয়ার্ড নং ০৭) এ দুইটি ভেন্যুতে ১৩ ও ১৪ জানুয়ারি ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

উত্তর সিটি করপোরেশনের প্রায় ৩০ হাজার প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ নেবেন।

এবারের উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ২১ ডিসেম্বর ২০১৯ এর সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী সাধারণ ওয়ার্ড ৫৪, সংরক্ষিত ১৮, মোট ভোটকেন্দ্র ১৩১৮, মোট ভোটকক্ষের সংখ্যা ৭৮৪৬ অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ৭৫৪টি, মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন ও মহিলা ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন রয়েছেন।

১১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়