শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গানের পাশাপাশি সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হতে চান রুবেল

ইমরুল শাহেদ: প্রয়াত বিশিষ্ট গায়ক ও সঙ্গীত পরিচালক সত্য সাহা তনয় ইমন সাহার কাছে একজন নির্মাতা জানতে চেয়েছিলেন, ‘আপনি যুক্তরাষ্ট্র থেকে সঙ্গীত বিষয়ে পড়াশোনা করে এসেছেন। আপনার অভিব্যক্তিতে তো পশ্চিমা সঙ্গীতই অনুরণিত হবে। কিন্তু আমাদের সংস্কৃতিতো গ্রামনির্ভর। গ্রাম-গঞ্জ-কৃষি খামার, নদী, পানি, পাখি - এসব নিয়েই তো আমাদের সাংস্কৃতিক অভিব্যক্তি।

আপনি কি এখানকার সঙ্গীতাঙ্গনের সঙ্গে পুরোপুরি মানানসই হবেন ?’ জবাবে ইমন সাহা বলেন, ‘আমি পশ্চিমা সঙ্গীতে পড়াশোনা করলেও দোতরা ভুলে যাইনি।’ কিন্তু মনে রাখা আর চেতনালব্ধ হওয়া পরবর্তীতে ইমন সাহার কাজে বা অভিব্যক্তিতে আর প্রমাণিত হয়নি। সত্য সাহার মতো ইমন ঝলক দিয়ে ওঠতে পারেননি বলেই বলা যায়। ঠিক একইভাবে সিঙ্গাপুর থেকে সঙ্গীত বিষয়ে পড়াশোনা করে আরো একজন এদেশের সঙ্গীতে যুক্ত হয়েছেন। তার নাম রুবেল। তিনি বলেন, ‘আমি যতই সিঙ্গাপুরে সঙ্গীত নিয়ে পড়াশোনা করিনা কেন করলা ভাজি দিয়ে ভাত খাওয়া ভুলে যাইনি। ভুলে যাইনি নিজেদের গরুর জন্য ঘাস কেটে আনাটাও।

সুতরাং এদেশের সঙ্গীত আমার ওপর নির্ভর করতেই পারে।’ রুবেল সিঙ্গাপুর থেকে ‘মিউজিক প্রোডাকশন এ্যান্ড সাউন্ড ইঞ্জিয়ারিং’-এ ¯œাতক করেছেন। ২০১০ সালে তিনি গায়িকা কনিকা রায়ের সঙ্গে দিনের শেষে নামে একটি অ্যালবামে কাজ করেছেন। তার প্রথম গান রেকর্ড হয় ২০০৩ সালে অন্তরা ষ্টুডিওতে। তিনি রাজপথ নামে একটি রাজনৈতিক অ্যালবামে গায়িকা লিজার সঙ্গে ডুয়েট গান করেন বলে জানান। যাত্রা অচিনপুর নামে তার একটি একক অ্যালবামও আছে। তার গানের ওপর ভিত্তি করে নষ্ট আমি নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে, যা এখন ইউটিউবে প্রচারিত হচ্ছে। ফরিদপুরের ছেলে রুবেল মূলত সাউন্ড ইঞ্জিনিয়ার হলেও তিনি একজন ম্যারিন ইঞ্জিনিয়ারও। ইতোমধ্যে তিনি সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে রফিক সিকদার পরিচালিত হৃদয় জুড়ে ছবিতে কাজ করেছেন। ছবিটি আগামী ভালোবাসা দিবসে মুক্তি পাবে। চুক্তিবদ্ধ হয়েছেন সাইফ চন্দন পরিচালিত ওস্তাদ ছবিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়