শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০৪:১৩ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভার থেকে নব্য জেএমবি সদস্য তানভীরের স্ত্রী আটক

এম এ হালিম : আশুলিয়ার গোকুলনগরের একটি বাড়িতে অভিয়ান চালিয়ে শাইলা শারমীন (২৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল থেকে গোকুলনগর বাজার সংলগ্ন প্রবাসী আক্তার হোসেনের ওই বাড়ি ঘিরে রাখে পুলিশ। আটক নারী নব্য জেএমবির আইটি সদস্য তানভীরের স্ত্রী বলে জানা গেছে।

সোমবার রাতে ঢাকা জেলার এসপি মারুফ হোসেন সরদার বলেন, বগুড়া পুলিশের সহায়তায় গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা বাড়িটির সন্ধান পান। সেখান থেকে নব্য জেএমবির সদস্যরা কার্যক্রম চালাচ্ছে। এরপর বিকেল থেকে অভিযান চালিয়ে নব্য জেএমবির সদস্য তানভীরের স্ত্রীকে আটক করা হয়। ওই বাসায় তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম, তিনটি খেলনা পিস্তল, ল্যাপটপ, কম্পিউটার, স্বয়ংক্রিয়ভাবে কাজ করার মতো কিছু সরঞ্জাম ও কয়েকটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এছাড়া দূর থেকে হামলা চালানোর মতোও কিছু সরঞ্জামও পাওয়া গেছে।

তিনি আরও বলেন, দুই বছর ধরে দুই তলা এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। জানুয়ারির প্রথম দিকে তানভীর ও শাইলা দম্পতি এই বাড়িটি ভাড়া নেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনলজি (আইআইটি) বিভাগের শিক্ষার্থী তানভীর। তাকে ধরতে আমাদের অভিযান চলছে।

পুরো বাড়িতে তারা দুইজনই থাকতো বলে জানা গেছে এবং বাড়ির গেটে সবসময় তালা ঝোলানো থাকতো।

স্থানীয় ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য লেহাজ মেম্বার জানান, বাড়িটি ১৫ দিন আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দুজন ভাড়া নিয়েছেন। বাড়ির মালিক আক্তার হোসেন সৌদিতে থাকেন। তার স্ত্রী শিরিন আক্তারের নামে বাড়িতে নামফলক রয়েছে। বাড়িটি দেখাশোনা করেন বাড়ির মলিকের ভায়রা শাহজাহান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়